হোম > বিশ্ব > এশিয়া

সিউলকে ‘কড়া বার্তা’ দিতে কামান দাগাল উত্তর কোরিয়া

পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির জবাবে সিউল সামরিক মহড়া শুরু করার পর দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী উপকূলে কামান দেগেছে উত্তর কোরিয়া। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে আল-জাজিরা বলছে, মঙ্গলবার রাতে ২৫০ রাউন্ড ও বুধবার দুপুরে ১০০ রাউন্ড কামানের গোলা ছোড়া হয়। এগুলো দক্ষিণ কোরিয়ায় পড়েনি, নিরপেক্ষ জলসীমার মধ্যে পড়েছে। শুক্রবারের পর দ্বিতীয়বারের মতো গোলা ছুড়ল উত্তর কোরিয়া। 

এক বিবৃতিতে চিফ অব স্টাফ বলেন, উত্তর কোরিয়ার প্রতিনিয়ত উসকানিমূলক আচরণ কোরীয় উপদ্বীপ ও আন্তর্জাতিক মহলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

এদিকে নর্থ কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) এক মুখপাত্র বলেন, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার মহড়ার জবাবে ‘কড়া বার্তা’ দিতে কামানের গোলা ছোড়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে সিউল থেকে পাল্টা কামান দাগা হয়েছে কি না, তা জানা যায়নি। 

এদিকে নতুন করে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টির জন্য উত্তর কোরিয়ার প্রতি নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল। পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক পদক্ষেপকে ২০১৮ সালের দ্বিপক্ষীয় সামরিক ‘চুক্তির লঙ্ঘন’ হিসেবে দেখছে দেশটি। 

এর আগে গত ১৪ অক্টোবর শুক্রবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রে একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়ে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা