হোম > বিশ্ব > এশিয়া

মৃত্যুর ৯ বছর পর জানা গেল মোল্লা ওমরের সমাধির অবস্থান 

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর মারা গেছেন ৯ বছর আগে। সে সময় কোথায় তাঁকে দাফন করা হয়েছিল এত দিন কেউই জনসমক্ষে আনেননি। তবে গতকাল রোববার বর্তমানে আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা মোল্লা ওমরে প্রতিষ্ঠিত দল তাঁর সমাধিস্থলের ছবি প্রকাশ করেছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সশস্ত্র বাহিনীর হামলার পর তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা হারালে লোক চক্ষুর অন্তরালে চলে যান মোল্লা ওমর। সেই সময় থেকেই তাঁর স্বাস্থ্য এবং অবস্থান নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কিন্তু কখনোই তাঁর অবস্থান এবং শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য তালেবানের পক্ষ থেকে আসেনি। অবশেষে, ২০১৫ সালের এপ্রিল মাসে এসে তালেবান জানায় মোল্লা ওমর আরও দুই বছর আগে মারা গেছেন।

সম্প্রতি মোল্লা ওমরের সমাধিস্থল সবার নজরে আনার ব্যাপারে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আফগানিস্তানের জাবুল প্রদেশের সুরি জেলার ওমারজো নামে একটি এলাকায় অবস্থিত মোল্লা ওমরের সমাধিস্থল জিয়ারতে গিয়েছিলেন তালেবানের শীর্ষ নেতারা।

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘যেহেতু তখন আমাদের দেশের সর্বত্রই শত্রুরা ছিল তাই আমরা এই সমাধিস্থলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতেই এত দিন বিষয়টি গোপন রেখেছিলাম। কেবল তাঁর পরিবারের ঘনিষ্ঠরাই এই স্থানের কথা জানতেন।’ তিনি আরও বলেন, ‘তবে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে...এখন থেকে লোকজনের এই সমাধিস্থল পরিদর্শনে কোনো বাধা থাকবে না।’

সম্প্রতি তালেবান সরকারের পক্ষ থেকে প্রকাশ করা ছবি থেকে দেখা গেছে, তালেবানের শীর্ষস্থানীয় নেতারা ইট দিয়ে নির্মিত বেদির চারপাশে লোহার গ্রিল দিয়ে ঘেরা মোল্লা ওমরের কবরের পাশে উপস্থিত হয়েছেন।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে