হোম > বিশ্ব > এশিয়া

করোনা ছড়ানোর দায়ে ৫ বছরের জেল 

করোনা ছড়ানোর দায়ে ভিয়েতনামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রিকে করোনা ছড়ানো এবং কোয়ারেন্টিনের নিয়ম না মানার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিএ মাউ-এর আদালতে এই রায় দেওয়া হয়। 

বিশ্বে করোনা মহামারি মোকাবিলায় অন্যতম সফল দেশ ভিয়েতনাম। শুরু থেকেই তারা গণপরীক্ষা, আক্রান্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্তকরণ এবং সীমান্তে কঠোর বিধিনিষেধ ও কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা মেনে আসছে। কিন্তু গত এপ্রিল থেকে ভাইরাসটির সংক্রমণ কিছুটা বাড়ে।

ভিয়েতনাম নিউজ এজেন্সির পক্ষ থেকে বলা হয়, লে ভ্যান ট্রি সিএ মাউ থেকে হো চি মিন শহরে ভ্রমণের পর ২১ দিনের কোয়ারেন্টিন মানেননি। এ ছাড়া তাঁর কারণে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে একজন করোনায় মারা গেছেন। 

বার্তা সংস্থা রয়টার্স সিএ মাউ আদালত থেকে কোনো মন্তব্য নিতে পারেনি। 

ভিয়েতনামে এ পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ৩৮৫ জন।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!