হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারকে অবিলম্বে গণতন্ত্রে ফিরতে বললেন জাতিসংঘের মহাসচিব

মিয়ানমারে অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শনিবার কম্বোডিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘মিয়ানমারকে অবশ্যই গণতন্ত্রে ফিরতে হবে। এটিই দেশটিকে ঘিরে থাকা দুঃস্বপ্ন থেকে বাঁচার একমাত্র পথ।’ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। এ পর্যন্ত হাজার হাজার লোক নিহত হয়েছে। মিয়ানমারের এই সংকট আসিয়ান শীর্ষ সম্মেলনে প্রাধান্য পেয়েছে।

জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেছেন, ‘মিয়ানমারের বর্তমান পরিস্থিতি দেশটির জনগণের জন্য অন্তহীন দুঃস্বপ্ন বয়ে এনেছে এবং সমগ্র অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শোনার, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার এবং অবিলম্বে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। এটিই স্থিতিশীলতা ও শান্তির একমাত্র উপায়।’

আসিয়ান নেতাদের সঙ্গে দেখা করার পর গুতেরেস বলেছেন, জান্তা সরকারের সঙ্গে শান্তি পরিকল্পনা হওয়া জরুরি ছিল। কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কার্যকরভাবে বল প্রয়োগ করা হয়নি।

মিয়ানমারের বিশৃঙ্খল পরিস্থিতির অবসানের লক্ষ্যে গত বছরের এপ্রিলে জান্তা সরকারকে পাঁচ দফা ঐকমত্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মিয়ানমারের জেনারেলরা তা প্রত্যাখ্যান করেছেন।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!