হোম > বিশ্ব > এশিয়া

টাইফুন নোরুর আঘাতে ৫ উদ্ধারকর্মীর মৃত্যু, বিদ্যুৎহীন কয়েক লাখ বাসিন্দা

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন নোরুর আঘাতে অন্তত ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। টাইফুনের প্রভাবে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এ ছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ বাসিন্দা। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, রোববার (২৫ সেপ্টেম্বর) ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজনে আঘাত হানে টাইফুন নোরু। স্থানীয়ভাবে কার্ডিং নামে পরিচিত সুপার টাইফুনটি প্রথমে ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিতে আঘাত হানে। পরে কিছুটা দুর্বল হয়ে রাত ৮টা ২০ মিনিটে দ্বিতীয়বার ভূমিতে আছড়ে পড়ে। সোমবার সন্ধ্যা নাগাদ টাইফুনটি ফিলিপাইন অতিক্রম করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, এই বছর আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় নোরু। 

টাইফুনের ফলে সৃষ্ট বন্যায় ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। ঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। 

দেশটির বালকান এলাকার গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো জানান, স্যান মিগুয়েল শহরে উদ্ধারকাজ চালানোর সময় প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং ব্যবস্থাপনা বিভাগের ৫ জন সদস্য বন্যার পানিতে ভেসে যান। এর আগে রাজধানী ম্যানিলার বিভিন্ন এলাকায় গুরুতর বন্যার সতর্কতা জারি করেন স্থানীয় কর্মকর্তারা। 

এ বিষয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস আজ সোমবার এক ব্রিফিংয়ে জানান, ‘আমার মনে হয় আমরা এবারের মতো বেঁচে গেছি। গত দুই দিনে আমরা যা করেছি তা থেকে এটা স্পষ্ট যে, আমাদের জন্য প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ।’ 

এদিকে ঝুঁকি বিবেচনায় বিমান এবং ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। লুজনে সরকারি সব কাজ স্থগিত করেছেন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার