হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় অক্সিজেনের তীব্র সংকট

মাত্র দুই মাস আগেই অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করা ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল ইন্দোনেশিয়া। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে সময় পাড়ি দিচ্ছে দেশটি। মহামারি পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীদের ঠাঁই দিতে পারছে না কর্তৃপক্ষ। সবচেয়ে তীব্র হয়ে উঠেছে অক্সিজেনের অভাব। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসপাতালের শয্যা ও অক্সিজেনের অভাবে দেশটির অসংখ্য রোগী এখন বাড়িতেই মারা যাচ্ছেন।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২৫ লাখ ২৭ হাজার ২০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬৪ জনের।

অক্সিজেনের সংকট সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। অক্সিজেন কেনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সামনে এখন মানুষের দীর্ঘ সারি। অক্সিজেন হাতে পৌঁছানোর আগেই অনেকের প্রিয়জন মারা যাচ্ছেন।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার সরকার সিঙ্গাপুর ও চীন থেকে অক্সিজেন আমদানি করার চেষ্টা করছে। গত শুক্রবার সিঙ্গাপুর থেকে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও ভেন্টিলেটরের একটি চালান ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকেও অক্সিজেন সহায়তা আসছে বলে জানা গেছে।  

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক