হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় অক্সিজেনের তীব্র সংকট

মাত্র দুই মাস আগেই অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করা ভারতকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল ইন্দোনেশিয়া। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বাজে সময় পাড়ি দিচ্ছে দেশটি। মহামারি পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। হাসপাতালগুলোতে রোগীদের ঠাঁই দিতে পারছে না কর্তৃপক্ষ। সবচেয়ে তীব্র হয়ে উঠেছে অক্সিজেনের অভাব। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসপাতালের শয্যা ও অক্সিজেনের অভাবে দেশটির অসংখ্য রোগী এখন বাড়িতেই মারা যাচ্ছেন।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ১৯৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছেন ২৫ লাখ ২৭ হাজার ২০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬৬ হাজার ৪৬৪ জনের।

অক্সিজেনের সংকট সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। অক্সিজেন কেনার জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সামনে এখন মানুষের দীর্ঘ সারি। অক্সিজেন হাতে পৌঁছানোর আগেই অনেকের প্রিয়জন মারা যাচ্ছেন।

পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইন্দোনেশিয়ার সরকার সিঙ্গাপুর ও চীন থেকে অক্সিজেন আমদানি করার চেষ্টা করছে। গত শুক্রবার সিঙ্গাপুর থেকে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার, কনসেনট্রেটর ও ভেন্টিলেটরের একটি চালান ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকেও অক্সিজেন সহায়তা আসছে বলে জানা গেছে।  

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত