হোম > বিশ্ব > এশিয়া

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পূর্ব লাদাখ সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে ভারত ও চীন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে উ কিয়ান বলেন, ‘বর্তমানে, চীন ও ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে একসঙ্গে কাজ করছে এবং সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গে যৌথভাবে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রস্তুত।’

গত বছরের শেষের দিকে, ভারত ও চীন ডেপসাং এবং ডেমচক থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করে। এই দুটি স্থান ছিল দুই দেশের মধ্যে উত্তেজনার শেষ কেন্দ্রবিন্দু। এর ফলে চার বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান হয়।

চুক্তি চূড়ান্ত হওয়ার পর, গত বছরের ২৩ অক্টোবর রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলোচনা করেন। বৈঠকে, দুই দেশ বিভিন্ন স্তরের আলোচনা প্রক্রিয়া পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।

এরপর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত বছরের ১৮ ডিসেম্বর বেইজিংয়ে ২৩তম বিশেষ প্রতিনিধি (এসআর) পর্যায়ে আলোচনায় বসেন। এই ধারাবাহিকতায়, গত ২৬ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি চীনের ভাইস মিনিস্টার সান ওয়েডংয়ের সঙ্গে বৈঠক করেন।

বিশ্লেষকেরা বলছেন, পরপর কয়েক দফা বৈঠকের পর উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এদিকে ভারত বরাবরই বলে আসছে, সীমান্তে শান্তি প্রতিষ্ঠিত না হলে চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২