হোম > বিশ্ব > এশিয়া

নারী শিক্ষার্থী ছাড়াই চালু হচ্ছে আফগানিস্তানের মাধ্যমিক স্কুল

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে খুলছে আফগানিস্তানের মাধ্যমিক স্তরের স্কুলগুলো। কিন্তু তালেবানের নতুন সরকার শুধুমাত্র ছেলেদের স্কুলে আসার নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনায় নারীদের স্কুলে আসার কোনো উল্লেখ নেই। গতকাল শুক্রবার তালেবান সরকারের শিক্ষামন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়, ১৮ সেপ্টেম্বর থেকে দেশের মাধ্যমিক স্তরের সব স্কুলে শিক্ষাক্রম পুনরায় শুরু হবে। 
 
তালেবান শিক্ষামন্ত্রী বলেন, সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম এই সপ্তাহের শুরুতে চালু হবে। পুরুষ শিক্ষক এবং শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে তিনি তাঁর বিবৃতিতে নারী শিক্ষক এবং শিক্ষার্থীদের বিষয়ে কিছু বলেননি। 

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, তালেবান সরকারের এই ঘোষণার পর আফগানিস্তান হলো পৃথিবীর একমাত্র দেশ যার মোট জনসংখ্যার অর্ধেক মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। 
 
এর আগে তালেবান সরকার নারী বিষয়ক মন্ত্রণালয়ের স্থলে 'নীতি নৈতিকতা' বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করেছে। ফলে তাঁরা নারী বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত নারীদের আর সেখানে ঢুকতে দেয়নি। যারা কাজে এসেছিলেন ওই সব নারী কর্মীদের বাড়ি ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেয় তালেবান। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে