হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারের কাচিনে দুই দিনে ৯ ঘাঁটি হারাল জান্তা বাহিনী 

মিয়ানমারের কাচিন রাজ্যে জান্তা বাহিনীর কাছ থেকে দুই দিনে অন্তত ৯টি ঘাঁটি কেড়ে নেওয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও এর মিত্ররা। কাচিনের ওয়াইংমও ও মমৌক শহরে এসব ঘাঁটি অবস্থিত। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত সপ্তাহের বৃহস্পতিবার কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি, পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে আক্রমণ চালিয়ে ওয়াইংমও শহরে অবস্থিত কেআইএ-এর আঞ্চলিক হেডকোয়ার্টারের কাছাকাছি অবস্থিত নাফাও ও পাজাও বাম গ্রামের একটি বড় সেনা ঘাঁটি দখল করে নিয়েছে জান্তা বাহিনীর কাছ থেকে। 

কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি জানিয়েছে, এ ছাড়া পাজাও বাম গ্রাম ও পার্শ্ববর্তী লিয়াজা শহরের মাঝামাঝি আরও অন্তত ৫টি জান্তা ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার নুমলাং গ্রামে অবস্থিত ৪৩৫-লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদর দপ্তর ও মোমাউক টাউনশিপের নাউং কাউন গ্রামের ৬১৬ আর্টিলারি ব্যাটালিয়নের ঘাঁটি দখল করে নিয়েছে বিদ্রোহীরা। 

এ ছাড়া, গুরুত্বপূর্ণ মহাসড়ক মিতকিয়ান-ভামোর দায়িত্বে নিয়োজিত জান্তা বাহিনীর ৪৩৮-ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের ঘাঁটিও দখল করে নিয়েছে। লিয়াজা শহরের অবস্থিত কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির খুব কাছাকাছি অবস্থিত। বিগত দুই দশক ধরে কাচিন বিদ্রোহীদের এই হেডকোয়ার্টারটিকে ঘিরে রেখেছিল জান্তা বাহিনী। চলতি সপ্তাহের শনিবার সকালে জান্তা বাহিনীর ৩৭০ আর্টিলারি ব্যাটালিয়নকে হারিয়ে দেয় বিদ্রোহীরা। 

এর আগে, কেআইএ ও এর মিত্ররা গত ৮ মার্চ ডাউথপোনিয়ান শহরে জান্তা বাহিনীর পদাতিক ব্যাটালিয়ন-১৪২ এর সদর দপ্তর ও ১৫ মার্চ মোমাউক টাউনশিপের দাসাই গ্রামের কাছে পদাতিক ব্যাটালিয়ন-২৩৭ সদর দপ্তর দখল করে নেয়।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে