হোম > বিশ্ব > এশিয়া

লিবিয়ার বন্যায় এত মৃত্যু এড়ানো যেত:  বিশ্ব আবহাওয়া সংস্থা

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, লিবিয়ার বন্যায় এত বেশি মানুষের মৃত্যু এড়ানো যেত। এজন্য দেশটির দুর্যোগ সতর্কতা ব্যবস্থার সমালোচনা করেছে সংস্থাটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থাকে অনেকটাই অকার্যকর বলে মন্তব্য করেছে জাতিসংঘের এই বিশেষ সংস্থা। 

ডব্লিউএমওর সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস বলেন, আবহাওয়া ব্যবস্থার সংস্কারে ডব্লিউএমও এর আগে লিবিয়ার কর্তৃপক্ষকে সহায়তা করার চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে তা বাধাগ্রস্ত হয়। যেহেতু দেশটির নিরাপত্তা পরিস্থিতি খুবই কঠিন, সেখানে গিয়ে পরিস্থিতির উন্নতি ঘটানোও সে রকমই কষ্টসাধ্য। 

গত রোববার লিবিয়ার দেরনা শহরে প্রলয়ংকরী একটি ঝড় ও জলোচ্ছ্বাসে দুইটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ বাসিন্দার বন্দরনগরী দেরনা। ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে সমুদ্রে ভেসে যায় অসংখ্য মানুষ। 

এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও লিবিয়ার কর্তৃপক্ষ বলছে আরও ১০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। 

দেশটির আল-বায়দা মেডিকেল কলেজের পরিচালক আব্দুল রহিম মাজিক দাবি করেছেন, মৃতের সংখ্যা ২০ হাজারের ঘরে পৌঁছাবে। সৌদি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দেরনার মেয়র আবদুলমেনাম আল–ঘাইথিও মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেছেন।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার