হোম > বিশ্ব > এশিয়া

লিবিয়ার বন্যায় এত মৃত্যু এড়ানো যেত:  বিশ্ব আবহাওয়া সংস্থা

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) বলেছে, লিবিয়ার বন্যায় এত বেশি মানুষের মৃত্যু এড়ানো যেত। এজন্য দেশটির দুর্যোগ সতর্কতা ব্যবস্থার সমালোচনা করেছে সংস্থাটি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় আবহাওয়া সতর্কীকরণ ব্যবস্থাকে অনেকটাই অকার্যকর বলে মন্তব্য করেছে জাতিসংঘের এই বিশেষ সংস্থা। 

ডব্লিউএমওর সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস বলেন, আবহাওয়া ব্যবস্থার সংস্কারে ডব্লিউএমও এর আগে লিবিয়ার কর্তৃপক্ষকে সহায়তা করার চেষ্টা করেছিল। কিন্তু নিরাপত্তা হুমকির কারণে তা বাধাগ্রস্ত হয়। যেহেতু দেশটির নিরাপত্তা পরিস্থিতি খুবই কঠিন, সেখানে গিয়ে পরিস্থিতির উন্নতি ঘটানোও সে রকমই কষ্টসাধ্য। 

গত রোববার লিবিয়ার দেরনা শহরে প্রলয়ংকরী একটি ঝড় ও জলোচ্ছ্বাসে দুইটি বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ বাসিন্দার বন্দরনগরী দেরনা। ভয়াবহ ঝড় ও জলোচ্ছ্বাসে সমুদ্রে ভেসে যায় অসংখ্য মানুষ। 

এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও লিবিয়ার কর্তৃপক্ষ বলছে আরও ১০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছে। 

দেশটির আল-বায়দা মেডিকেল কলেজের পরিচালক আব্দুল রহিম মাজিক দাবি করেছেন, মৃতের সংখ্যা ২০ হাজারের ঘরে পৌঁছাবে। সৌদি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে দেরনার মেয়র আবদুলমেনাম আল–ঘাইথিও মৃতের সংখ্যা ২০ হাজারে পৌঁছানোর আশঙ্কা প্রকাশ করেছেন।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার