হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে মার্কিন মিশনের শেষ দিন আজ

বেসামরিক মানুষ সরিয়ে নেওয়ার কাজে আগেই ইতি টানা হয়েছে। এরপরই শুরু হয়েছে কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সেনা ও কিছু কূটনীতিকের দেশে ফেরার পালা। সময়সীমা মেনে আজকের মধ্যেই আফগানিস্তান ছেড়ে যাবে সব মার্কিন সেনা। এর মধ্য দিয়েই শেষ হচ্ছে আফগানিস্তানে তাদের দুই দশকের মিশন।

মিশন শেষের আগে গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ অন্তত ১ লাখ ১৪ হাজার ৪০০ সাধারণ মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। নিজেদের নাগরিক ছাড়াও এই দলে ছিলেন অসংখ্য আফগান, যারা তাদের সহযোগী হয়ে কাজ করেছেন।

আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে গতকাল সোমবার সকালে বিমানবন্দরের ভেতর রকেট হামলার মুখে পড়তে হয়েছে মার্কিন সেনাদের। তবে তাদের সঙ্গে থাকা অ্যান্টি মিসাইল ব্যবস্থা এই রকেটগুলোকে আকাশেই ধ্বংস করে দেয়।

এই রকেট হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। বলেছে, যুক্তরাষ্ট্র ছাড়া তারা তালেবানেরও শত্রু। এর আগে গত ২৬ আগস্ট আইএস-কের আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ প্রায় দুই শ মানুষের মৃত্যু হয়। নিহতদের প্রায় সবাই আফগান। জবাবে আফগানিস্তানের নানগারহর প্রদেশে এক ড্রোন হামলায় বিস্ফোরণের পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে বিমানবন্দরে আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই ধারাবাহিকতায় গত রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি এলাকায় সন্দেহভাজন আইএস-কে জঙ্গিদের উদ্দেশ্য করে আরও ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। রয়টার্স জানায়, ওই হামলায় ছয় শিশুসহ একই পরিবারের অন্তত ১০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির এক সদস্য জানান, যেখানে ড্রোন হামলা চালানো হয় সেটি একটি বাড়ি। বাড়ির সবাই নিরীহ সাধারণ মানুষ। আর নিহত শিশুদের বয়স দুই থেকে ১২ বছরের মধ্যে।

ড্রোন হামলায় সাধারণ মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষও। তারা বলছে, বাড়িটির কাছে থাকা যে গাড়িটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় সেটিতে সম্ভবত বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল। আর সেগুলোর বিস্ফোরণ ঘটেই সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে। তবে ঘটনাটি নিয়ে মার্কিন বাহিনীও তদন্ত করছে।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়