আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন তালেবান এবং হাক্কানি নেটওয়ার্কের জ্যেষ্ঠ নেতা আনাস হাক্কানি। আজ বুধবার তালেবানের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের একজন সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হয়, কারজাইয়ের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আফগানিস্তানের পুরান সরকারের প্রধান শান্তি দূত আব্দুল্লাহ আব্দুল্লাহ।
হাক্কানি নেটওয়ার্ক তালেবানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই গোষ্ঠীটির ঘাঁটি আফগান-পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায়। আফগানিস্তান সম্প্রতি বেশি কয়েকটি ভয়াবহ হামলা চালিয়েছে হাক্কানি নেটওয়ার্ক।