হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় অচলাবস্থার অবসান, নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় নেতৃত্ব নির্ধারণ নিয়ে চলমান অচলাবস্থার অবসান হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দেশটির রাজা সুলতানের প্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী। দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ শপথ পাঠ করাবেন। 

এর আগে সকালে মালয়েশিয়ার শাসকদের মধ্যে আলোচনার মাধ্যমে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ রক্ষায় সংসদ সদস্যদের মধ্যে জোটের আহ্বান জানান দেশটির রাজা। 

শনিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে নতুন সরকার গঠিত হওয়া নিয়ে বিলম্ব হয়।

এবারের নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট সর্বোচ্চ ৮২টি এবং ইসমাইল ইয়াকোবের ইউনাইটেড মালয়েস ন্যাশনাল জোট ৩০টি আসনে জয়ী হয়। অন্যদিকে মুহিদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল ৭৩টি আসনে জয় পায়। মালয়েশিয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে সংসদের ২২২টি আসনের মধ্যে অন্তত ১১২টি আসনে জয় পেতে হয়। 

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা