হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৫, আহত ২৪

আফগানিস্তানে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। এদের মধ্যে বেশির ভাগই শিশু। স্থানীয় সময় আজ বুধবার দুপুরে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাকের জাহদিয়া মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

সামাঙ্গান প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে আইবাক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জাহদিয়া মাদ্রাসার ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। হামলার বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা এই ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে জড়িদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’ 

এদিকে, আফগানিস্তানের শানস ক্ষমতায় থাকা তালেবান বলেছে, গত বছর দেশটির শাসনক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই তাঁরা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। তবে সম্প্রতি দেশটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। যার মধ্যে কয়েকটি আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে। 

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে