হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত ১৫, আহত ২৪

আফগানিস্তানে একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। এদের মধ্যে বেশির ভাগই শিশু। স্থানীয় সময় আজ বুধবার দুপুরে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের রাজধানী আইবাকের জাহদিয়া মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

সামাঙ্গান প্রাদেশিক সরকারের মুখপাত্র এমদাদুল্লাহ মুহাজির জানিয়েছেন, স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে আইবাক শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জাহদিয়া মাদ্রাসার ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করছিল। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি। হামলার বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি টাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা এই ক্ষমার অযোগ্য অপরাধের সঙ্গে জড়িদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনার জন্য কাজ করছে।’ 

এদিকে, আফগানিস্তানের শানস ক্ষমতায় থাকা তালেবান বলেছে, গত বছর দেশটির শাসনক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই তাঁরা যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। তবে সম্প্রতি দেশটিতে বেশ কয়েকটি হামলা হয়েছে। যার মধ্যে কয়েকটি আইএসআইএল (আইএসআইএস) সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে। 

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়