হোম > বিশ্ব > এশিয়া

অভ্যুত্থানের পর প্রথম চীন সফরে মিয়ানমারের জান্তা সরকারপ্রধান

২০১৭ সালের নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করে মিয়ানমারের তৎকালীন প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইন চিফ মিন অং হ্লাইং। সিনহুয়া ফাইল ছবি

মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং চীনে সফরে গেছেন। ২০২১ সালে ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশের নিয়ন্ত্রণ দখলের পর এই প্রথম চীন সফরে গেলেন।

আজ মঙ্গলবার সকালে রাষ্ট্র নিয়ন্ত্রিত এমআরটিভি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে মিন অং হ্লাইং–এর চীন সফরের তথ্য জানানো হয়। এই সফরে তিনি চীনের বিভিন্ন আঞ্চলিক বৈঠকে অংশ নেবেন।

চীনকে নেইপিডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

মিন অং হ্লাইং ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি এবং তাঁর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন।

তবে সাম্প্রতিক সময়ে সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহী এবং সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর প্রতিরোধের মুখে সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চীনের সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর অবস্থা নড়বড়ে।

চীন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী হলেও বিশ্লেষকেরা বলছেন, বেইজিং সীমান্তবর্তী এলাকা নিয়ন্ত্রণকারী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে।

মিয়ানমারের সীমান্ত এলাকায় চীনা নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত অনলাইন প্রতারণার কেন্দ্রগুলো বন্ধে সামরিক সরকারের ব্যর্থতার কারণে বেইজিং এবং নেইপিডোর মধ্যে সম্পর্ক কিছুটা শীতল বলে মনে করছেন অনেকে।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান