হোম > বিশ্ব > এশিয়া

গোপনে যৌনদৃশ্য ধারণ, ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার

বান্ধবীদের সঙ্গে যৌন মিলনের সময় গোপন তা ভিডিও করার জন্য ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার ফুটবল খেলোয়াড় হোয়াং উই-জো। এ বিষয়ে সিউলের এক আদালতে প্রসিকিউটরেরা বলেছেন, গত জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই বান্ধবীর সঙ্গে যৌনাচারের সময় তাঁদের সম্মতি না নিয়েই গোপনে অন্তত চার বার তা ভিডিও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবল স্ট্রাইকার। 

সিউলের আদালতে অভিযোগের শুনানির সময় উপস্থিত ছিলেন হোয়াং উই-জো। আদালতে তিনি এই ধরনের কর্মকাণ্ডের জন্য গভীরভাবে দুঃখ প্রকাশ করেন। 

বিবিসি জানিয়েছে, স্ট্রাইকার হোয়াং গত মাসে ইংল্যান্ডের নটিংহাম ফরেস্ট ছেড়ে তুরস্কের একটি ক্লাবে নাম লিখিয়েছেন। তাঁর এক বান্ধবীর বোন তাঁকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন। এভাবেই ভিডিওগুলোর কথা ফাঁস হয়ে যায়। 

হোয়াং অবশ্য ব্ল্যাকমেলের অভিযোগে ওই নারীর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। পরে তাঁর মামলার ভিত্তিতে ভিডিও ফাঁস করা নারীকে তিন বছরের কারাদণ্ডও দেওয়া হয়। 

তবে গোপনে ভিডিওগুলো ধারণের জন্য অভিযোগ গঠিত হয় হোয়াংয়ের বিরুদ্ধেও। বেআইনিভাবে ধারণ করা এসব ভিডিওতে থাকা নারীদের পরিচয় গোপন রাখতে আদালতে তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি প্রসিকিউটরেরা। 

অভিযোগের ভিত্তিতে সিউলের আদালতে হোয়াং বলেছেন, ‘আমি ভবিষ্যতে কোনো ভুল করব না এবং একজন ফুটবলার হিসেবে আমার সেরাটা করে যাব।’ 

তিনি আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাই, যারা আমার এমন কর্মে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা আমাকে যত্ন ও সমর্থন করেছেন তাঁদের হতাশার কারণ হয়েছি বলে আমি গভীরভাবে দুঃখিত।’

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২