হোম > বিশ্ব > এশিয়া

আফগান অর্থ ছাড়ে মার্কিন শর্তকে ‘নৃশংসতা’ বললেন কারজাই

যুক্তরাষ্ট্রে জব্দ আফগানিস্তানের ৩৫০ কোটি ডলারের সম্পদ ৯/১১-এর ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণে ব্যয়ের সিদ্ধান্তকে ‘আফগান জনগণের প্রতি নৃশংসতা’ বলে উল্লেখ করেছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। এক সংবাদ সম্মেলনে মার্কিন সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে কারজাই এই কথা বলেন। খবর আল জাজিরা।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকায় জব্দ আফগান সরকারের সম্পদ থেকে ৭০০ কোটি ডলার ফেরত দেওয়ার ঘোষণা দেন। এই ৭০০ কোটি ডলারের মধ্যে আবার ৩৫০ কোটি ডলার ৯/১১ হামলায় হতাহতদের ক্ষতিপূরণের জন্য দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয় হোয়াইট হাউস থেকে। 

কারজাই বলেন, ‘সেপ্টেম্বরের ১১ তারিখে যেসব আমেরিকান প্রাণ হারিয়েছেন তাঁদের স্বজনদের ব্যথা আফগানরা বোঝে, তাঁদের দুঃখ বুঝতে পারে, যারা মারা গেছেন তাঁদের প্রত্যেকের প্রতি আফগান জনগণের ভালোবাসা রয়েছে।’ 

কারজাই আরও বলেন, ‘আমরা তাঁদের (৯/১১-এর ভুক্তভোগী) প্রতি সহানুভূতিশীল। কিন্তু যেসব আফগান জনগণ দীর্ঘ যুদ্ধে তাঁদের জীবন হারিয়েছেন তাঁরাও তো সেসব পরিবারের মতোই ক্ষতিগ্রস্ত। ফলে আফগানদের অর্থ আটকে দেওয়া বা ক্ষতিপূরণের নামে আফগান জনগণের অর্থ আত্মসাৎ করা অন্যায়, অন্যায্য এবং আফগান জনগণের প্রতি নৃশংসতা।’

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় আটকে থাকা আফগানিস্তান সরকারের সম্পদ থেকে ৭০০ কোটি ডলার ছাড়ের ঘোষণা দেন। সে সময় বলা হয়, এই অর্থকে দুই ভাগে ভাগ করে এক ভাগ দেওয়া হবে আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রমে এবং অপর ভাগ দেওয়া হবে ৯/১১-এর ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণে।

এ দিকে যুক্তরাষ্ট্রে থাকা আফগান সরকারের সম্পদের ওপর ৯/১১-এর ঘটনায় হতাহতদের ও তাঁদের পরিবারের আইনগত অধিকার রয়েছে বলে দাবি করেছে হতাহতদের পরিবার।

অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম চালাতে ৩৫০ কোটি ডলার ছাড় করলেও চূড়ান্তভাবে ছাড় পেতে মার্কিন আদালতের অনুমোদন পেতে হবে।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি