হোম > বিশ্ব > এশিয়া

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: প্রতিকূল বার্তা পাঠাননি পাইলট, আবহাওয়া ছিল স্বাভাবিক

নেপালে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্রতিকূল কোনো খবর পাঠায়নি বলে জানিয়েছেন পোখারা আন্তর্জাতিক বিমান বন্দরের মুখপাত্র অনুপ যোশী।

আজ সোমবার অনুপ যোশী বলেন, বিমানবন্দরের আশপাশের পাহাড়ের চূড়া ছিল দৃশ্যমান। সঙ্গে মৃদু বাতাস ছিল। আবহাওয়াও প্রতিকূল ছিল না। 

অনুপ যোশী আরও বলেন, পাইলট অবতরণের আগে রানওয়ে ৩–এর স্থলে ১ নম্বরে পরিবর্তনের বার্তা পাঠান। যা অনুমোদন করা হয়েছিল। তবে ওই দুটি রানওয়েই প্রস্তুত ছিল। যেকোনো একটিতে অবতরণ করতে পারত। এটি দুঃখজনক যে বিমানবন্দরটি উদ্বোধনের ১৫ দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটল। 

এর আগে গতকাল রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দর থেকে এক কিলোমিটার দূরের সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

উড়োজাহাজটিতে ৭২ জন যাত্রী ও ক্রু ছিলেন। এরই মধ্য ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে কোনো যাত্রীই বেঁচে নেই। নেপালে ৩০ বছরের মধ্য সবচেয়ে মারাত্মক উড়োজাহাজ দুর্ঘটনা এটি। 

আজ সোমবার সেতি নদীর তীর থেকে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। উড়োজাহাজটির এক পাশের জানালাগুলো পাওয়া গেছে অক্ষত। কিছু দূরেই পড়ে ছিল ছিন্ন-বিচ্ছিন্ন চেয়ারগুলো। 

এদিকে নেপালের পুলিশ বাহিনী বিবিসিকে জানিয়েছে, উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্স’ তাঁরা উদ্ধার করেছেন। ভেতর রেকর্ডারও পাওয়া গেছে। তাঁরা জীবিত কাউকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। এখন এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার