হোম > বিশ্ব > এশিয়া

গাঁজা কেনার জন্য থাইল্যান্ডে বাধ্যতামূলক হতে পারে ‘প্রেসক্রিপশন’

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: দ্য ইনডিপেনডেন্ট

গাঁজার অবাধ ব্যবহারে লাগাম টানতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে থাইল্যান্ডের সরকার। তিন বছর আগে গাঁজা বৈধ করার পর এবার এ বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিলেন দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুতি। তিনি জানিয়েছেন, আগামী ৪০ দিনের মধ্যে গাঁজা ব্যবহারের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে থাই কিংবা বিদেশি নাগরিক যে কাউকে গাঁজা বা সংশ্লিষ্ট পণ্য কিনতে চাইলে তাঁকে চিকিৎসকের সনদ দেখাতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঐতিহ্যবাহী ও বিকল্প চিকিৎসা বিভাগের প্রধান সোমরুয়েক চুংসামান বলেছেন, এই পদক্ষেপের মাধ্যমে গাঁজা শুধু চিকিৎসার প্রয়োজনে ব্যবহৃত হবে।

২০২২ সালে থাইল্যান্ড এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজা বৈধ করেছিল। তখন ধারণা করা হয়েছিল, কৃষি ও পর্যটন খাতে এর সুফল দেখা যাবে। কিন্তু গাঁজা ব্যবহারের নিয়ন্ত্রণবিহীন বৈধতা দ্রুতই বিতর্কের জন্ম দিয়েছে। দেশটিতে গাঁজা সেবনের হার উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে, কিশোর-কিশোরীদের মধ্যে এটির ব্যবহার ও বিদেশিদের অবাধ সেবন সরকারকে চাপের মুখে ফেলেছে।

যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, থাইল্যান্ডে গাঁজা আইন এখনো চূড়ান্ত নয়। স্কুলে গাঁজা নিষিদ্ধ, খাবারে গাঁজা ব্যবহারের ক্ষেত্রে লেবেল বাধ্যতামূলক—এমন কিছু খণ্ড খণ্ড নির্দেশনা দেওয়া হলেও সামগ্রিক নিয়ন্ত্রণ এখনো অনুপস্থিত।

এদিকে গাঁজা চোরাচালান রোধে দেশটির বিমানবন্দরগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। স্যামুই দ্বীপে সম্প্রতি ৩৭৫ কেজি গাঁজাসহ ১৩ বিদেশিকে গ্রেপ্তার করা হয়, যাঁদের বেশির ভাগই ছিলেন ব্রিটিশ।

তবে গাঁজা ব্যবহারে এই নিয়ন্ত্রণ প্রয়োজন নেই বলে মনে করছেন কিছু উদ্যোক্তা ও গাঁজাসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাঁদের মতে, প্রাথমিক উল্লম্ফনের পর সেবনের হার অনেকটাই কমে এসেছে।

এখন মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ গাঁজা আইন খসড়া করছে, যা মন্ত্রিসভা অনুমোদনের পর সংসদে তোলা হবে।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা