হোম > বিশ্ব > এশিয়া

নেপালে বন্যা ও ভূমিধসে ৩৩ জনের মৃত্যু

নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে দেশটির পশ্চিমাঞ্চলে এই প্রাণহানি হয়। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কারনালি প্রদেশে চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি দেখা দেয়। বন্যা ও ভূমিধসে শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

 
কারনালি প্রদেশে এখন পর্যন্ত ২২ জন নিখোঁজ রয়েছে। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। 

নেপালের জরুরি বিভাগ জানিয়েছে, ওই অঞ্চলের আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটেনি। নিখোঁজদের মধ্যে অধিকাংশই কালিকোট জেলার। ইতিমধ্যে দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। পার্শ্ববর্তী কারনালি নদীর পানি ১২ মিটার পর্যন্ত বেড়েছে। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নদীর ওপরে থাকা বেশ কয়েকটি সেতু ভেসে গেছে। হেলিকপ্টারে করে বিভিন্ন স্থানে ত্রাণসহায়তা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা।

জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার ও ওষুধ সরবরাহ করা হয়েছে। দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছর বৃষ্টিজনিত কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। 

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড