হোম > বিশ্ব > এশিয়া

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম আফগানিস্তান। ভূমিকম্পে নিহত হয়েছেন ২৬ জন। এ ছাড়া আহত হয়েছেন চার জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এই ভূমিকম্পের দুই ঘণ্টা পর আরেকটি কম্পন অনুভূত হয়। সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। 

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। 

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা সায়েক বলেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫। 

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭