হোম > বিশ্ব > এশিয়া

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম আফগানিস্তান। ভূমিকম্পে নিহত হয়েছেন ২৬ জন। এ ছাড়া আহত হয়েছেন চার জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এই ভূমিকম্পের দুই ঘণ্টা পর আরেকটি কম্পন অনুভূত হয়। সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। 

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। 

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা সায়েক বলেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫। 

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা