হোম > বিশ্ব > এশিয়া

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান, নিহত ২৬

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পশ্চিম আফগানিস্তান। ভূমিকম্পে নিহত হয়েছেন ২৬ জন। এ ছাড়া আহত হয়েছেন চার জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এই ভূমিকম্পের দুই ঘণ্টা পর আরেকটি কম্পন অনুভূত হয়। সেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। 

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। 

মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আফগানিস্তানের জরুরিবিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা সায়েক বলেন, ভূমিকম্পে সাত শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। সেই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে