হোম > বিশ্ব > এশিয়া

জাপানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু

ফুকুশিমা পারমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু করেছে জাপান। স্থানীয় জেলে, পরিবেশবাদী এবং প্রতিবেশী দেশ চীনের বিরোধিতা সত্ত্বেও টানেলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে পানি ফেলার প্রক্রিয়া শুরু করল দেশটি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সেই বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো ঠান্ডা করার জন্য যে পানি ব্যবহার করা হতো তা এত দিন কয়েক হাজার ড্রামে সংরক্ষিত ছিল। 

ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রক সংস্থা টোকিও পাওয়ার কোম্পানি-টেপকোর মতে, ড্রামে তেজস্ক্রিয় পানি সংরক্ষণ সক্ষমতা আর না থাকায় জাপান এমন সিদ্ধান্ত নিয়েছে। 

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ১০ হাজার লিটার পানি (২৬ হাজার ৫০০ গ্যালন) ব্যবহৃত হয়। ফলে এ পর্যন্ত প্রায় ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন পানি কয়েক হাজার ড্রামে সংরক্ষণ করা হয়েছে। 
জাপান জানিয়েছে, প্রতিদিন সর্বোচ্চ ৫ লাখ লিটার পানি ছাড়া হবে। এই হারে জমা থাকা সব পানি ছাড়তে প্রায় ৩০ বছর সময় লাগতে পারে। 

প্রায় এক দশক আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে ধ্বংস হয় জাপানের ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।  ২০১১ সালের পারমাণবিক বিপর্যয়ের প্রায় প্ল্যান্টের বিশাল জলাধারে একে সংরক্ষণ করা হচ্ছিল। ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছিল, এই পানি রাখার জায়গা ফুরিয়ে আসছে।

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি