হোম > বিশ্ব > এশিয়া

জাপানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু

ফুকুশিমা পারমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ফেলা শুরু করেছে জাপান। স্থানীয় জেলে, পরিবেশবাদী এবং প্রতিবেশী দেশ চীনের বিরোধিতা সত্ত্বেও টানেলের মাধ্যমে প্রশান্ত মহাসাগরে পানি ফেলার প্রক্রিয়া শুরু করল দেশটি। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সেই বিদ্যুৎকেন্দ্রের চুল্লিগুলো ঠান্ডা করার জন্য যে পানি ব্যবহার করা হতো তা এত দিন কয়েক হাজার ড্রামে সংরক্ষিত ছিল। 

ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রক সংস্থা টোকিও পাওয়ার কোম্পানি-টেপকোর মতে, ড্রামে তেজস্ক্রিয় পানি সংরক্ষণ সক্ষমতা আর না থাকায় জাপান এমন সিদ্ধান্ত নিয়েছে। 

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ১০ হাজার লিটার পানি (২৬ হাজার ৫০০ গ্যালন) ব্যবহৃত হয়। ফলে এ পর্যন্ত প্রায় ১৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন পানি কয়েক হাজার ড্রামে সংরক্ষণ করা হয়েছে। 
জাপান জানিয়েছে, প্রতিদিন সর্বোচ্চ ৫ লাখ লিটার পানি ছাড়া হবে। এই হারে জমা থাকা সব পানি ছাড়তে প্রায় ৩০ বছর সময় লাগতে পারে। 

প্রায় এক দশক আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে ধ্বংস হয় জাপানের ফুকুশিমা দাই-ইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।  ২০১১ সালের পারমাণবিক বিপর্যয়ের প্রায় প্ল্যান্টের বিশাল জলাধারে একে সংরক্ষণ করা হচ্ছিল। ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) জানিয়েছিল, এই পানি রাখার জায়গা ফুরিয়ে আসছে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি