হোম > বিশ্ব > এশিয়া

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার উড়োজাহাজ বিধ্বংসী একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পিয়ংইয়ং বলছে, নিজেদের প্রতিরক্ষার জন্যই অস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার এটি একটি দ্বিচারিতা। 

নিষেধাজ্ঞার পরেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলছে, নতুন উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য যুদ্ধক্ষমতা দেখিয়েছে এবং এটিতে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক দিন আগেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, আন্তকোরীয় হটলাইন ফের চালু করতে চান তিনি।

তবে বিশেষজ্ঞদের মতে, পিয়ংইয়ং ওয়াশিংটন ও সিউলকে আলাদা করতে চাইছে। আর এ জন্যই কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় আন্তকোরীয় হটলাইন চালু করতে চাইছেন। এর আগে কিমের বোন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার ইচ্ছার কথা জানিয়েছিলেন। 

সেই ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু এখনো দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান। 

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার