হোম > বিশ্ব > এশিয়া

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া 

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার উড়োজাহাজ বিধ্বংসী একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

পিয়ংইয়ং বলছে, নিজেদের প্রতিরক্ষার জন্যই অস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বলছে, উত্তর কোরিয়ার এটি একটি দ্বিচারিতা। 

নিষেধাজ্ঞার পরেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলছে, নতুন উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য যুদ্ধক্ষমতা দেখিয়েছে এবং এটিতে নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর এক দিন আগেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, আন্তকোরীয় হটলাইন ফের চালু করতে চান তিনি।

তবে বিশেষজ্ঞদের মতে, পিয়ংইয়ং ওয়াশিংটন ও সিউলকে আলাদা করতে চাইছে। আর এ জন্যই কিম দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনরায় আন্তকোরীয় হটলাইন চালু করতে চাইছেন। এর আগে কিমের বোন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার ইচ্ছার কথা জানিয়েছিলেন। 

সেই ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু এখনো দুই দেশের মধ্যে উত্তেজনা বিদ্যমান। 

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট