হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কায় গ্রেপ্তারের পর কারাগারে ব্রিটিশ তরুণী

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটিশ তরুণী শার্লট মে লি। ছবি: বিবিসি

শ্রীলঙ্কায় মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে একটি কারাগারে বন্দী রয়েছেন ব্রিটেনের দক্ষিণ লন্ডনের বাসিন্দা ২১ বছর বয়সী শার্লট মে লি। সম্প্রতি তিনি আদালত চত্বর থেকে বিবিসিকে শ্রীলঙ্কার নেগোম্বো শহরের কারাগারে অবস্থান করার কথা জানান।

লি জানান, তিনি পাঁচজন নারীর সঙ্গে একটি ছোট্ট কক্ষে আছেন। সেখানে কংক্রিটের মেঝের ওপর পাতলা গদি পেতে ঘুমাতে হয় এবং জামাকাপড়কে বালিশ হিসেবে ব্যবহার করতে হয়।

আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, চলতি মাসের শুরুতে থাইল্যান্ড থেকে শ্রীলঙ্কায় আসার পর লির লাগেজ থেকে কর্তৃপক্ষ প্রায় ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে বলে অভিযোগ ওঠে। তবে এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে লির ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

সাবেক ফ্লাইট অ্যাটেনডেন্ট লি বলেন, তিনি থাইল্যান্ডের ভিসা নবায়নের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কলম্বো এসেছিলেন। হাজিরা দেওয়ার আগে আদালতে প্রাঙ্গণে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করছেন বলে জানান। তিনি বলেন, ‘আমি বেশি ভাবতে চাই না। ভাবলে খারাপ লাগবে। এই বিষয়টা এখনই মানসিকভাবে গ্রহণ করতে চাই না।’

তিনি আরও বলেন, ‘এখানে অনেক দেশের নারী বন্দী আছেন। কেউ কেউ দুই বছর বা তার বেশি সময় ধরে এখানে আছেন। অথচ তাদের মামলার অগ্রগতির কোনো তথ্য নেই।’

লি জানান, ইংরেজি ভাষাভাষী কিছু নারী বন্দীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে গ্রেপ্তার হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।

আজ শুক্রবার (৩০ মে) সাদা রঙের হাঁটু ছোঁয়া একটি পোশাক পরা লিকে নেগোম্বো ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের পেছনের একটি কক্ষে তাঁকে আটক রাখা হয় এবং পরে সাক্ষীর কাঠগড়ায় আনা হয়। এ সময় তাঁকে আবেগপ্রবণ দেখা যায়।

আদালতে শ্রীলঙ্কা পুলিশের মাদক নিয়ন্ত্রণ বিভাগ একটি বিশাল বাদামি বাক্সে করে লির লাগেজ থেকে পাওয়া ৪৬ কেজি গাঁজা উপস্থাপন করে। লির আইনজীবী সম্পথ পেরেরা জিজ্ঞেস করেন, উদ্ধারকৃত দ্রব্যগুলো সরকার অনুমোদিত ল্যাবে পরীক্ষা করা হয়েছে কি না। বিচারক দ্রুত তা পরীক্ষার নির্দেশ দেন।

আদালত চত্বরে বিবিসিকে পেরেরা জানান, তাঁরা জামিনের আবেদন করবেন, তবে এতে প্রায় তিন মাস সময় লাগতে পারে। শ্রীলঙ্কার আইনে রিমান্ডে থাকা ব্যক্তিদের প্রতি ১৪ দিনে একবার আদালতে হাজির করানো হয়।

লি বর্তমানে অবৈধ মাদক রাখার এবং পাচারের সন্দেহে রিমান্ডে রয়েছেন। তার পরবর্তী শুনানি ১৩ জুলাই অনুষ্ঠিত হবে।

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড