হোম > বিশ্ব > এশিয়া

হিজাব না পরা নারীরা কাটা তরমুজের মতো: তালেবান কর্মকর্তা 

হিজাব না পরা নারীদের কাটা তরমুজের সঙ্গে তুলনা করলেন একজন তালেবান কর্মকর্তা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওয় তাকে বলতে শোনা গিয়েছে, আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি পুরো তরমুজ কেনেন? অবশ্যই পুরোটা কেনেন। হিজাব না পরা মেয়েরা হল কাটা তরমুজ। ব্রিটিশ বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন।

তবে ইন্ডিপেনডেন্ট এই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। পাশাপাশি ওই তালেবান কর্মকর্তা পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক তৈরি হয়েছে।  ওই ভিডিওটি দেখার পর ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন,  আমি বিশ্বাসই করতে পারছি না এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে কেন বিপুল জনবিক্ষোভের সৃষ্টি হচ্ছে না। অথচ গোটা বিশ্ব এই জঙ্গি গোষ্ঠীকে স্বীকৃতি দিতে ব্যস্ত। একজন  নারী সব সময়ই স্বাধীন।

এদিকে সম্প্রতি তালেবানের শিক্ষামন্ত্রী শেখ নুরুল্লাহ মুনিরকে একটি ভিডিওতে উচ্চশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া ওই ভিডিওতে আফগানিস্তানের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির বলেন, আজ কোনো পিএইচডি, মাস্টার্স ডিগ্রির মূল্য নেই। আপনারা দেখুন যে মোল্লা ও তালেবান যারা এখন ক্ষমতায় আছে, তাঁদের কারোরই কোনো পিএইচডি, মাস্টার্স অথবা উচ্চবিদ্যালয়ের ডিগ্রি পর্যন্ত নেই। কিন্তু তবু তাঁরা সবার চেয়ে বড় পদে রয়েছেন। 

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২