হোম > বিশ্ব > এশিয়া

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১২

চীনের উত্তর-পূর্বাঞ্চলের এক কয়লা খনিতে দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে কুনিউয়ান কয়লা খনিতে এ ঘটনা ঘটে। সিসিটিভি বলেছে, কয়লা শ্রমিকেরা মাটির নিচে একটি খনির কার্টে ছিলেন—যা ট্র্যাক থেকে ছুটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ নিশ্চিতে এখনো তদন্ত চলছে বলে জানান হয়েছে।

চীনের কয়লা খনিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য কর্তৃপক্ষ চেষ্টা করলেও দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে। বড় বড় দুর্ঘটনার খবরগুলো গণমাধ্যমে আসলেও অন্যান্য বেশ কিছু খবর সামনে আসেনি বলে জানিয়েছে এএফপি। সেখানে নিরাপত্তার বিধানগুলো এখনো ভালোভাবে মেনে চলা হয় না বলে দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে নিত্য নৈমিত্তিক ব্যাপার।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেবল গত বছরই চীনের কয়লাখনিতে ১৬৮টি দুর্ঘটনায় ২৪৫ জন মারা গেছেন। গত বৃহস্পতিবার চীনের কয়লা উৎপাদনকারী প্রদেশ শানসিতে এক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আগস্টে শানসিতে একটি কয়লা খনির বিস্ফোরণে মারা যান ১১ জন।

গত সেপ্টেম্বরে দক্ষিণ চীনের গুইঝো প্রদেশে এক কয়লা খনিতে আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছিল। গত মাসে শানসিতে একটি কয়লা খনির কোম্পানির ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছিলেন।

উত্তর মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চলে গত ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির কিছু অংশ ধসে পড়ে। এতে ১৮০ মিটার উঁচু পাহাড়ের ঢালের নিচে থাকা কয়েক ডজন মানুষ এবং যানবাহন চাপা পড়েছিল। কয়েক মাস ধরেই সেই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এরপর গত জুনে জানান হয়, দুর্ঘটনাটিতে মারা গিয়েছিলেন ৫৩ জন।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে