হংকংয়ে স্মরণকালের সবচেয়ে ভারি বৃষ্টি হয়েছে। এতে আজ শুক্রবার দেশটির সব এলাকায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। আহত হয়েছেন অন্তত ৮৩ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডুবে গেছে ক্রস-হারবার টানেল যা, হংকং দ্বীপ থেকে কাউলুনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। কিছু কিছু এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের পাহাড়ি এলাকাগুলো থেকে ঝর্ণাধারার মতো পানি নামছে। পানিতে ডুবে গেছে শহরটির রাস্তা, কোমর পর্যন্ত পানি তাতে। ডুবে গেছে শপিংমল ও মেট্রো স্টেশনগুলো।
হংকং অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা থেকে মধ্যরাতের মধ্যে ১৫৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৮৮৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
অঞ্চলটির প্রধান নির্বাহী জন লি ভয়াবহ বন্যার বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করে সব বিভাগকে কাজ করার নির্দেশ দিয়েছেন।