হোম > বিশ্ব > এশিয়া

৩৬ ফ্লাইট বাতিল এবং ২০১টির বিলম্বের কারণ দুটি কাঁচি

বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। ফ্লাইট বাতিল হতে পারে আরও নানা কারণে। কিন্তু যদি শোনেন শুধু দুটি কাঁচির কারণে বাতিল হয়ে গিয়েছে ৩৬টি ফ্লাইট—তাহলে নিশ্চয় চমকাবেন। আশ্চর্য এ কাণ্ড হয়েছে জাপানের ব্যস্ত একটি বিমানবন্দরে।

কাঁচি দুটি ছিল জাপানের উত্তরের হোক্কাইডু দ্বীপের নিউ চিতোস বিমানবন্দরে বোর্ডিং গেটের কাছের একটি দোকানে। এগুলো খুঁজে না পাওয়াতেই এক ঘণ্টা নিরাপত্তা অনুসন্ধান চালানো হয়। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ আগস্টের এ ঘটনায় ৩৬টি ফ্লাইট বাতিল হয় এবং ২০১টির বিলম্ব হয়।

আশঙ্কা ছিল, একজন সম্ভাব্য সন্ত্রাসী কাঁচিটি নিয়ে যেতে পারে এবং উড়োজাহাজে ওঠে একে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্য পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কাঁচি দুটোর খোঁজ পাওয়া গেছে। তারপর ফ্লাইটগুলো পুনরায় চালু করা হয়।

‘সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার অভাবের কারণেই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমরা সচেতন।’ নিউ চিতোস বিমানবন্দর পরিচালনাকারীরা এক বিবৃতিতে জানায়। কেন এটা ঘটেছে তা বের করে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সে জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

নিরাপত্তাজনিত এ অনুসন্ধানের কারণে ভুক্তভোগীদের তালিকায় আছে জাপানের রক ব্যান্ড নাইনএমএম প্যারাবেলাম বুলেটও। ফ্লাইট বাতিলের কারণে হোক্কাইডুতে অনুষ্ঠিত বার্ষিক রাইজিং সান মিউজিক ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে পারেননি তাঁরা।

এদিকে ফ্লাইট বাতিলে অনেকেই তাঁদের হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘আমার কাঁদতে ইচ্ছা করছে। কারণ, কেউ এক জোড়া কাঁচি হারিয়ে ফেলায় আমার ফ্লাইট বাতিল হয়েছে।’ এক ভুক্তভোগী লেখেন এক্সে।

‘এ ঘটনার কারণে, আমার যে ফ্লাইটটিতে ওঠার কথা ছিল তা বাতিল হয়েছে। এখন আমার পরিবারের সঙ্গে বহুল প্রতীক্ষিত পুনর্মিলনীর সময় সংক্ষিপ্ত হয়েছে। বিষয়টি খুব হতাশাজনক।’ আরেকজন লিখেন।

কেউ কেউ আবার সম্ভাব্য কাঁচি চুরির বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। এমনই এক এক্স ব্যবহারকারী পোস্টে লিখেন, ‘একজন যাত্রী হিসেবে, আমি কৃতজ্ঞ যে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের নিখুঁত ব্যবস্থা গ্রহণ করে।’

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭