হোম > বিশ্ব > এশিয়া

৩৬ ফ্লাইট বাতিল এবং ২০১টির বিলম্বের কারণ দুটি কাঁচি

বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। ফ্লাইট বাতিল হতে পারে আরও নানা কারণে। কিন্তু যদি শোনেন শুধু দুটি কাঁচির কারণে বাতিল হয়ে গিয়েছে ৩৬টি ফ্লাইট—তাহলে নিশ্চয় চমকাবেন। আশ্চর্য এ কাণ্ড হয়েছে জাপানের ব্যস্ত একটি বিমানবন্দরে।

কাঁচি দুটি ছিল জাপানের উত্তরের হোক্কাইডু দ্বীপের নিউ চিতোস বিমানবন্দরে বোর্ডিং গেটের কাছের একটি দোকানে। এগুলো খুঁজে না পাওয়াতেই এক ঘণ্টা নিরাপত্তা অনুসন্ধান চালানো হয়। বিমানবন্দরটির কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ আগস্টের এ ঘটনায় ৩৬টি ফ্লাইট বাতিল হয় এবং ২০১টির বিলম্ব হয়।

আশঙ্কা ছিল, একজন সম্ভাব্য সন্ত্রাসী কাঁচিটি নিয়ে যেতে পারে এবং উড়োজাহাজে ওঠে একে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্য পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় কাঁচি দুটোর খোঁজ পাওয়া গেছে। তারপর ফ্লাইটগুলো পুনরায় চালু করা হয়।

‘সঠিক ব্যবহার, সংরক্ষণ এবং ব্যবস্থাপনার অভাবের কারণেই ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আমরা সচেতন।’ নিউ চিতোস বিমানবন্দর পরিচালনাকারীরা এক বিবৃতিতে জানায়। কেন এটা ঘটেছে তা বের করে ভবিষ্যতে যেন এমনটা না ঘটে সে জন্যও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

নিরাপত্তাজনিত এ অনুসন্ধানের কারণে ভুক্তভোগীদের তালিকায় আছে জাপানের রক ব্যান্ড নাইনএমএম প্যারাবেলাম বুলেটও। ফ্লাইট বাতিলের কারণে হোক্কাইডুতে অনুষ্ঠিত বার্ষিক রাইজিং সান মিউজিক ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করতে পারেননি তাঁরা।

এদিকে ফ্লাইট বাতিলে অনেকেই তাঁদের হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

‘আমার কাঁদতে ইচ্ছা করছে। কারণ, কেউ এক জোড়া কাঁচি হারিয়ে ফেলায় আমার ফ্লাইট বাতিল হয়েছে।’ এক ভুক্তভোগী লেখেন এক্সে।

‘এ ঘটনার কারণে, আমার যে ফ্লাইটটিতে ওঠার কথা ছিল তা বাতিল হয়েছে। এখন আমার পরিবারের সঙ্গে বহুল প্রতীক্ষিত পুনর্মিলনীর সময় সংক্ষিপ্ত হয়েছে। বিষয়টি খুব হতাশাজনক।’ আরেকজন লিখেন।

কেউ কেউ আবার সম্ভাব্য কাঁচি চুরির বিষয়টিকে গুরুত্ব দেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রশংসা করেছেন। এমনই এক এক্স ব্যবহারকারী পোস্টে লিখেন, ‘একজন যাত্রী হিসেবে, আমি কৃতজ্ঞ যে তারা নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের নিখুঁত ব্যবস্থা গ্রহণ করে।’

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা