হোম > বিশ্ব > এশিয়া

ইরাকে সংসদ ভবন দখলে নিল মোক্তাদা আল-সদরের সমর্থকেরা

ইরাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ আল-সুদানিকে মনোনয়ন দেওয়ার পর থেকেই কঠোর বিরোধিতা করে আসছে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা। শনিবার সংসদ ভবন দখলে নিয়ে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নতুন প্রধানমন্ত্রীকে মনোনয়ন দেওয়া নিয়ে ইরাকে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। এর আগে গত বুধবারও সংসদ ভবনে বিক্ষোভ প্রদর্শন করে মোক্তাদা আল-সদরের সমর্থকেরা। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, বিক্ষোভে আহত হয়েছে কমপক্ষে ১২৫ জন। এর মধ্যে ১০০ জন বিক্ষোভকারী ও ২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। জবাবে কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়ে পুলিশ। 

আবু ফোয়াদ নামের এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, ‘আমরা দুর্নীতিমুক্ত একটি সরকারের দাবি জানাই। এটি সবার দাবি।’ 

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে নিরাপত্তা কর্মকর্তাদের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি। 

বাগদাদ থেকে আল-জাজিরার মাহমুদ আবদেল ওয়াহেদ বলেন, ‘মোক্তাদা আল-সদরের সমর্থকেরা এখন সংসদের সদর দপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।’ 

প্রসঙ্গত, গত অক্টোবরের সাধারণ নির্বাচনে মুকতাদা আল-সদরের রাজনৈতিক জোট সর্বাধিক আসনে জয়লাভ করার পরেও রাজনৈতিক অচলাবস্থার কারণে ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি মোহাম্মদ আল-সুদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার পর এর বিরোধিতায় বিক্ষোভে নামেন সদরের সমর্থকেরা। মুকতাদা আল-সদর মনে করেন, মোহাম্মদ আল-সুদানি ইরানঘেঁষা। 

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই