হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২০ 

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এই বিস্ফোরণে অনেক মানুষ আহত হয়েছেন। আফগান পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

পুলিশ অনেক হতাহতের কথা বললেও এখন পর্যন্ত কতজন মারা গেছে তা জানায়নি। একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ৩৫ জনের মতো আহত বা নিহত হতে পারে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। 

তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা একজন অজ্ঞাত কর্মকর্তাকে উদ্ধৃত করে মৃতের সংখ্যা ২০ জন বলে জানিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে বলেছেন, কাবুলের আশপাশে শক্তিশালী বিস্ফোরণের শব্দ তাঁরা শুনেছেন। বিস্ফোরণে আশপাশের অনেক ভবনের জানালার কাচ ভেঙে গেছে। ঘটনার পরপরই সেখানে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা গেছে। 

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেছেন, ‘একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে...বিস্ফোরণে অনেক হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।’

নাম প্রকাশ না করার শর্তে একজন তালেবান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, কাবুলের খাইরখানা এলাকার একটি মসজিদে এই বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে মসজিদের ইমামও নিহত হয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা বিস্ফোরণস্থলে তদন্ত করছেন। 

রয়টার্স জানিয়েছে, হতাহতের সংখ্যা নিশ্চিত করতে তালেবান সরকারের কর্মকর্তাদের একাধিকবার অনুরোধ করা হলেও তাঁরা জবাব দেননি। 

এক সপ্তাহ আগে কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন ধর্মীয় নেতা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে