জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা (৬৪)। জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এটি তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা প্রধানমন্ত্রিত্ব ও পার্টি প্রধানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার পর পার্টির প্রধান নেতা নির্বাচনে ভোটের আয়োজন করে এলডিপি। সেই ভোটে দলের অনেকেরই পছন্দের প্রার্থী ছিলেন দেশটির বর্তমান টিকা বিষয়ক মন্ত্রী তারো কোনো। তবে ভোটে তারো কোনো পরাজিত হয়েছেন ফুমিও কিশিদার কাছে।
এলডিপি দলের প্রধান হিসেবে এখন কিশিদার একমাত্র চ্যালেঞ্জ আগামী সাধারণ নির্বাচনে জয়লাভ। তবে সেটি তেমন জটিল কোনো বাধা হবে না বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। এর আগে নানা সমালোচনার মুখে প্রধানমন্ত্রী ও দলের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান ইউশিহিদে সুগা।