হোম > বিশ্ব > এশিয়া

তাইওয়ান ঘিরে দেড় শতাধিক চীনা সামরিক বিমানের চক্কর

তাইওয়ানের আকাশসীমায় আবারও দেখা গেছে চীনা সামরিক বিমান। তাইওয়ান দাবি করেছে, গতকাল সোমবার চীনের দেড় শতাধিক সামরিক বিমান দেখা গেছে তাইওয়ানের আকাশসীমায়। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়ার দিন এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল সোমবার চীন ‘জয়েন্ট সোর্ড-২০২৪ বি’ একটি এক দিনের সামরিক মহড়ার আয়োজন করেছিল। তাইওয়ান জানিয়েছে, মহড়া চলাকালে দ্বীপদেশটির চারপাশে চীনা যুদ্ধবিমানগুলোর কার্যক্রম বেড়েছে এবং তারা ১৫৩টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে। 

তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। তাইওয়ানের ‘স্বাধীনতামূলক কর্মকাণ্ডের’ বিরুদ্ধে সতর্কবার্তা দিতেই চীন এই মহড়ার আয়োজন করেছিল। মূলত তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই বা লাই চিং-তের গত সপ্তাহের ভাষণের প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান জানাতেই বেইজিং এই মহড়ার আয়োজন করেছিল। বেইজিং কড়া ভাষায় এই ভাষণের নিন্দা করেছে। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল সোমবার সন্ধ্যায় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দ্বীপের চারপাশে চীনা সামরিক কার্যক্রমের ওপর একটি প্রকাশিত এক আপডেটে জানিয়েছে, তারা ১৫৩টি চীনা সামরিক বিমান শনাক্ত করেছে। এর আগে সেদিনই সন্ধ্যায় তাইওয়ান জানিয়েছিল, ১২৫টি সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমায় দেখা গেছে। পরে সেই সংশোধন করে বলা ১৫৩টি সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে, যা এক দিনে সর্বোচ্চসংখ্যক চীনা সামরিক বিমানের তাইওয়ানের আকাশে প্রবেশ। 

তাইপে জানিয়েছে, এই সামরিক বিমানগুলোর মধ্যে ২৮টি স্পর্শকাতর তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে। এই মধ্যরেখাকে তাইওয়ান চীন ও তাইওয়ানের মধ্যকার অনানুষ্ঠানিক সীমানা হিসেবে মনে করে। কিন্তু বেইজিং এই সীমারেখাকে স্বীকৃতি দেয় না।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে