হোম > বিশ্ব > এশিয়া

মাঝ আকাশে ঝড়ের কবলে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইট, নিহত ১

মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছিল সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৭৭-৩০০ ইআর ফ্লাইট। উড়োজাহাজটি লন্ডন থেকে সিঙ্গাপুরে যাচ্ছিল। দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর জরুরি অবতরণ করে। ঝড়ের কবলে তীব্র ঝাঁকুনিতে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটে ২১১ জন যাত্রী এবং ১৮ জন ক্রু ছিলেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ।

সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের কর্তৃপক্ষের যোগাযোগ রাখা হচ্ছে। তাঁরা প্রয়োজনীয় মেডিকেল সেবা প্রস্তুত রেখেছে। সিঙ্গাপুর থেকেও একটি টিম থাইল্যান্ডের ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে গেছে।

সিঙ্গাপুরের যোগাযোগমন্ত্রী চি হং টাট বলেন, সরকারের পক্ষ থেকে যাত্রী এবং তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। 

 

ব্যাংকক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ১০টির বেশি অ্যাম্বুলেন্সে করে আহতদের বিমানবন্দর থেকে হাসপাতালে নেওয়া হয়েছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট