হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির জোহোর এলাকার সেনাইয়ে এই ঘটনা ঘটে। কুকুরের ওপর নির্যাতন চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কুকুর নির্যাতনের ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি একটি কুকুরকে তাড়া করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ঘটনাটি গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৯ মিনিটে সেনাই এলাকার একটি দোকানে ঘটে।

পুলিশ জানায়, কুকুরটি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় এক ব্যক্তি এর যত্ন নিচ্ছেন।

কুলাই জেলা পুলিশের প্রধান এসিপি তান সেন লি বলেন, ‘পুলিশ একটি ভাইরাল ভিডিওতে কুকুরের ওপর নির্যাতনের ঘটনা দেখেছে। আপডেটইনফো ১১ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মালিক ভিডিওটি আপলোড করেছেন।’

এক বিবৃতিতে এসিপি জানান, স্থানীয় এক ব্যক্তির রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। দণ্ডবিধির ধারা ১১৭ অনুসারে অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নিতে কুলাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

এই ঘটনায় দণ্ডবিধির ধারা ৪২৮ এবং প্রাণী কল্যাণ আইন ২০১৫-এর ধারা ২৯ (১) (ক) এর আওতায় তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড ও জরিমানা হতে পারে। আইন অনুযায়ী এ অপরাধে ২০ হাজার রিঙ্গিত থেকে ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই