হোম > বিশ্ব > এশিয়া

দুই সপ্তাহে ৯ শতাধিকবার ভূমিকম্প জাপানের একটি দ্বীপে

আজকের পত্রিকা ডেস্ক­

জাপানের তোকারা দ্বীপের একটি অংশ। ছবি: সংগৃহীত

দক্ষিণ জাপানের একটি দুর্গম দ্বীপপুঞ্জে গত দুই সপ্তাহে ৯ শতাধিকবার ভূমিকম্প হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। তাদের আশঙ্কা, যেকোনো সময় আরও ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কবে এসব ভূমিকম্প শেষ হবে, তা তারা বলতে পারছে না। আবহাওয়া সংস্থার ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্রে ভূকম্পন অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে।’

গতকাল বুধবার বিকাল ৩টা ৩০ মিনিটে ওই দ্বীপপুঞ্জে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হওয়ার পর তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আজ বিকেল ৪টা পর্যন্ত ভূমিকম্পের সংখ্যা ৯০০ ছাড়িয়ে গেছে।’ স্থানীয়দের আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় আশ্রয় নেওয়া বা এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে বলেছেন তিনি।

জাপানের প্রধান দৈনিক মেইনিচি শিম্বুন জানিয়েছে, গত মঙ্গলবার পর্যন্ত ১০ দিনের মধ্যে তোকারা দ্বীপপুঞ্জে রেকর্ড ৭৪০টি ভূমিকম্প হয়েছে। জাপানের ৭ মাত্রার ভূমিকম্পের স্কেলে এসব ভূমিকম্প ১ বা তার বেশি মাত্রার ছিল। ওই স্কেলে ৭ হলো সবচেয়ে শক্তিশালী। ৫ মাত্রার কম্পনও সাধারণত মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং স্থির দাঁড়িয়ে থাকার জন্য মানুষ কিছু একটা আঁকড়ে ধরতে বাধ্য হয়।

তোকারা গ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, টানা ভূমিকম্পে বাসিন্দারা ক্লান্ত হয়ে পড়েছেন, ঘুমাতে পারছেন না। স্থানীয় সম্প্রচারমাধ্যম এমবিসিকে এক বাসিন্দা বলেন, ‘সব সময় মনে হচ্ছে মাটি কাঁপছে। ঘুমাতে গেলেও ভয়ে কেঁপে উঠছি।’ আরেকজন বলেন, ‘এই পরিস্থিতি কখন শেষ হবে, তা পরিষ্কার না। ভাবতে হচ্ছে, বাচ্চাদের নিয়ে এলাকা ছেড়ে যাব কি না।’

সরকারি তথ্যে দেখা গেছে, ২৩ জুন সবচেয়ে বেশি, ১৮৩টি ভূমিকম্প হয়। এরপর ২৬ জুন ১৫টি এবং ২৭ জুন ১৬টি ভূমিকম্প হয়। তবে ২৮ জুন তা বেড়ে ৩৪টিতে পৌঁছায় এবং ২৯ জুন হয় ৯৮টি। ৩০ জুন রেকর্ড হয় ৬২টি ভূমিকম্প।

এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তোকারা এলাকায় এমন ভূকম্পনের প্রবণতা দেখা গিয়েছিল। তখন ৩৪৬টি ভূমিকম্প রেকর্ড হয়েছিল। তোকারা দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপের মধ্যে ৭ টিতে মানুষ বসবাস করে। মোট বাসিন্দার সংখ্যা প্রায় ৭০০।

বিশেষজ্ঞরা বলছেন, তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্রের জটিল ভৌগোলিক গঠন মাটির নিচে চাপ তৈরি করে, যা পরে ভূমিকম্পের মাধ্যমে নির্গত হয়। জাপান বিশ্বে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। চারটি বড় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর পশ্চিম প্রান্তে দেশটি অবস্থিত।

১২ কোটি ৫০ লাখ মানুষের দেশ জাপানে বছরে গড়ে প্রায় ১ হাজার ৫০০ বার ভূমিকম্প হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ। বেশির ভাগ ভূমিকম্প ছোট আকারের হলেও ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে তার অবস্থান ও গভীরতার ওপর।

এ বছরের ১ জানুয়ারি কেন্দ্রীয় জাপানের নোতো উপদ্বীপে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষের মৃত্যু হয়েছিল। এর আগে ২০১১ সালের মার্চে ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে উত্তর-পূর্ব জাপানে ধ্বংসযজ্ঞে প্রাণ হারিয়েছিলেন ১৮ হাজারের বেশি মানুষ। ওই ঘটনায় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তিনটি রিয়্যাক্টর গলে পড়েছিল।

চলতি সপ্তাহে জাপান সরকার জানিয়েছে, আগামী ৩০ বছরে প্রশান্ত মহাসাগরের উপকূলে বড় ধরনের ‘মেগা ভূমিকম্পের’ আশঙ্কা রয়েছে, সে জন্য প্রস্তুতি জোরদার করতে হবে। এ বছরের জানুয়ারিতে সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল নানকাই ট্রাফ এলাকায় ৩০ বছরের মধ্যে বড় ভূমিকম্পের সম্ভাবনা ৭৫ থেকে ৮২ শতাংশে উন্নীত করেছে।

সরকারের মার্চ মাসের এক আপডেট করা প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলে সুনামিসহ বড় ধরনের ভূমিকম্প হলে প্রায় ২ লাখ ৯৮ হাজার মানুষ মারা যেতে পারে এবং এতে ২ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ক্ষয়ক্ষতি হতে পারে।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার