করোনাভাইরাস থেকে অ্যাথলেটদের সুরক্ষিত রাখার জন্য টোকিও অলিম্পিকে অংশ নেবে উত্তর কোরিয়া। আজ মঙ্গলবার দেশটির সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
টোকিও অলিম্পিকে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে অংশ নেওয়ার আশা ছিল দক্ষিণ কোরিয়ার। তবে উত্তর কোরিয়া অংশ না নেওয়ায় সেটি আর হচ্ছে না। ২০১৮ সালের শীতকালীন অলিম্পিকে যৌথভাবে অংশ নিয়েছিল উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এরপর দুই দেশের মধ্যে বেশ কয়েকটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উত্তর কোরিয়া সরকার বলছে, তাদের দেশে এখনও করোনার সংক্রমণ নেই।
গত বছরের মার্চে করোনা মহারমারির কারণে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত হয় অলিম্পিক গেমস। এই আয়োজনে ২২০ দেশের প্রায় ১১ হাজার প্রতিযোগীর অংশ নেওয়ার কথা ছিল।
চলতি বছর ২৩ জুলাই থেকে জাপানেই স্থগিত হওয়া অলিম্পিক টোকিও-২০২০ শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র: বিবিসি।