হোম > বিশ্ব > এশিয়া

ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করবে না মালদ্বীপ: প্রেসিডেন্ট 

মালদ্বীপ এমন কিছু করবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। এমনটাই বলেছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি ভারতকে মালদ্বীপের ‘মূল্যবান অংশীদার ও বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ভারতের সহযোগীতাকে প্রাধান্য দেবে মালদ্বীপ। রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছানোর পর গতকাল রোববার তিনি এসব বলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মুইজ্জু এসব কথা বলেন। মুইজ্জুকে সাধারণত চীনপন্থী নেতা হিসেবে মনে করা হয়। সর্বশেষ যে নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হয়ে আসেন, সে সময় তিনি ভারত বিরোধী প্রচারণাও চালিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এটি ভারতে এটি মুইজ্জুর প্রথম সফর। 

মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ‘পারস্পরিক সম্মান ও স্বার্থের ওপর নির্মিত’। তিনি জানান, ভারত তাঁর দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার ছিল এবং আছে। আজ সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। 

টাইমস অব ইন্ডিয়াকে মুইজ্জু বলেন, ‘মালদ্বীপ ভারতের নিরাপত্তা ক্ষুণ্ন করে এমন কোনো কিছু কখনই করবে না। আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে সহযোগিতা বাড়াচ্ছি, তখন আমরা আমাদের কর্মগুলো আমাদের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে আপস না করে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এ সময় চীনের নাম উল্লেখ না করেই দেশটির প্রতি ইঙ্গিত কর মুইজ্জু বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধি ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর প্রশাসন দৃঢ় সংকল্প। এ সময় তিনি তাঁর ‘মালদ্বীপ ফার্স্ট’ নীতি তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের বৈচিত্র্য আনা এবং যেকোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো মালদ্বীপের জন্য অপরিহার্য। তবে এ ধরনের বাস্তবতা ভারতের স্বার্থকে ক্ষুণ্ন করবে না।’ 

মোহাম্মদ মুইজ্জু এ সময় বলেন, ‘প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর প্রতি শ্রদ্ধা আমাদের ডিএনএতে নিহিত।’ এ সময় তিনি ভারতীয় পর্যটকদের মালদ্বীপে ফেরারা আহ্বান জানিয়ে বলেন, ‘ভারতীয়রা (মালদ্বীপের পর্যটনে) একটি ইতিবাচক অবদান রাখে...ভারতীয় পর্যটকদের স্বাগত জানাই।’ মূলত গত বছর কূটনৈতিক বাদানুবাদের পর মালদ্বীপ বয়কট করে ভারতীয় পর্যটকেরা।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি