হোম > বিশ্ব > এশিয়া

ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কিছু করবে না মালদ্বীপ: প্রেসিডেন্ট 

মালদ্বীপ এমন কিছু করবে না যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয়। এমনটাই বলেছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি ভারতকে মালদ্বীপের ‘মূল্যবান অংশীদার ও বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন। বলেছেন, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ভারতের সহযোগীতাকে প্রাধান্য দেবে মালদ্বীপ। রাষ্ট্রীয় সফরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছানোর পর গতকাল রোববার তিনি এসব বলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মুইজ্জু এসব কথা বলেন। মুইজ্জুকে সাধারণত চীনপন্থী নেতা হিসেবে মনে করা হয়। সর্বশেষ যে নির্বাচনে তিনি প্রেসিডেন্ট হয়ে আসেন, সে সময় তিনি ভারত বিরোধী প্রচারণাও চালিয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এটি ভারতে এটি মুইজ্জুর প্রথম সফর। 

মালদ্বীপের প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক ‘পারস্পরিক সম্মান ও স্বার্থের ওপর নির্মিত’। তিনি জানান, ভারত তাঁর দেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার ছিল এবং আছে। আজ সোমবার মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। 

টাইমস অব ইন্ডিয়াকে মুইজ্জু বলেন, ‘মালদ্বীপ ভারতের নিরাপত্তা ক্ষুণ্ন করে এমন কোনো কিছু কখনই করবে না। আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য দেশের সাথে সহযোগিতা বাড়াচ্ছি, তখন আমরা আমাদের কর্মগুলো আমাদের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে আপস না করে তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ 

এ সময় চীনের নাম উল্লেখ না করেই দেশটির প্রতি ইঙ্গিত কর মুইজ্জু বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে প্রবৃদ্ধি ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর প্রশাসন দৃঢ় সংকল্প। এ সময় তিনি তাঁর ‘মালদ্বীপ ফার্স্ট’ নীতি তুলে ধরে বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্কের বৈচিত্র্য আনা এবং যেকোনো একটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো মালদ্বীপের জন্য অপরিহার্য। তবে এ ধরনের বাস্তবতা ভারতের স্বার্থকে ক্ষুণ্ন করবে না।’ 

মোহাম্মদ মুইজ্জু এ সময় বলেন, ‘প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর প্রতি শ্রদ্ধা আমাদের ডিএনএতে নিহিত।’ এ সময় তিনি ভারতীয় পর্যটকদের মালদ্বীপে ফেরারা আহ্বান জানিয়ে বলেন, ‘ভারতীয়রা (মালদ্বীপের পর্যটনে) একটি ইতিবাচক অবদান রাখে...ভারতীয় পর্যটকদের স্বাগত জানাই।’ মূলত গত বছর কূটনৈতিক বাদানুবাদের পর মালদ্বীপ বয়কট করে ভারতীয় পর্যটকেরা।

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন