উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু পূর্ব উপকূলে নিক্ষেপ করা মিসাইলের লক্ষ্যবস্তু এবং এটা কত কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম তা জানা যায়নি।
জাপান সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, উত্তর কোরিয়া পূর্ব উপকূলে কিছু একটা নিক্ষেপ করেছে এবং সেটা ব্যালিস্টিক মিসাইল হতে পারে।
জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা বলেছেন, এই ঘৃণ্য মিসাইল পরিচালনা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।
চলতি সপ্তাহে উত্তর কোরিয়া দ্বিতীয়বারের মতো মিসাইলের পরীক্ষা চালাল। এর আগে গত সোমবার উত্তর কোরিয়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।