হোম > বিশ্ব > এশিয়া

অভিবাসী কোটা জালিয়াতি: মালয়েশিয়ায় বাংলাদেশি ভিআইপি গ্রেপ্তার

ভুয়া প্রজেক্ট দেখিয়ে অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) একজন বাংলাদেশি ভিআইপিকে গ্রেপ্তার করেছে। ছবি: সংগৃহীত

অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। দেশটির সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে প্রায় ৪০ বছর বয়সী গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় হিসেবে ‘পরিচালক’ ও ‘ভিআইপি’ উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর এমএসিসির পরিচালক আলিয়াস সলিম।

ফ্রি মালয়েশিয়া টাইমস বলছে, অস্তিত্বহীন দুটি প্রকল্পের জন্য ৬০০ প্রবাসী কর্মী নিয়োগের কোটার বিপরীতে কর মওকুফের আবেদন করেন বাংলাদেশি এই ভিআইপি। মওকুফের আবেদনের করের পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ রিঙ্গিত।

এমএসিসির স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধানে করে জানতে পারেন, ওই ব্যক্তির উল্লেখিত প্রজেক্ট ভুয়া। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে দিয়েছে আদালত। তিনি এখন কারাগারে আছেন।

ফ্রি মালয়েশিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ওই ব্যক্তি অভিবাসী কোটা কর মওকুফের আবেদন করেছিলেন।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা