হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে জয়ের পথে বিরোধীরা 

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে হারতে চলেছে ক্ষমতাসীন দল বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন দল কনজারভেটিভ পার্টি। বিরোধী দল লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজ জয়ের দাবি করেছেন। তবে দেশটির নির্বাচনের সরকারি ফলাফল এখনো ঘোষিত হয়নি। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এখন পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, লেবার পার্টি দেশটির ১৫১ আসন বিশিষ্ট হাউস অব রিপ্রেজেনটেটিভে ৭২ আসনে জয় লাভ করেছে। বিপরীতে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫১টি আসন। লেবার পার্টি জয়ী হলে দলটি দীর্ঘ ৯ বছর পর দেশটির শাসনক্ষমতায় আসবে। 

লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজ দলের জয়ে উচ্ছ্বসিত হয়ে শনিবার দলীয় সমর্থক এবং সংবাদমাধ্যমের সামনে বলেছেন, ‘অস্ট্রেলীয়রা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন। আমি এই বিজয়ে তাদের কাছে ঋণী। আমি মনে করি, জনগণকে অনেকভাবে বিভাজিত কার হয়েছিল, তারা যেটা চায় তা হলো—একত্রে থাকা। আর আমি তাদের ইচ্ছাকে সামনে এগিয়ে নিতে প্রস্তুত।’ 

এদিকে, পরাজয় অনেকটাই মেনে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘আমি বিরোধী দলীয় নেতা এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাঁর বিজয়ে আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি।’ 

এ সময়, স্কট মরিসন দলীয় নেতার পদ থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!