হোম > বিশ্ব > এশিয়া

সিরিয়ায় বিদ্রোহী দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জনের মৃত্যু 

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী দুই গ্রুপের মধ্যকার সংঘর্ষে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার প্রতিবেশী তুরস্কের সীমান্তবর্তী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

তুরস্কের সীমান্তবর্তী এলাকায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের সঙ্গে সিরিয়ার বাহিনীর সংঘর্ষের ফলে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান বাহিনীর গোলন্দাজেরা তুরস্কের সীমান্তবর্তী শহর আল–বাব এলাকায় গোলাবর্ষণ করলে ৯ বেসামরিক লোক মারা যান। ওই এলাকাটি তুরস্ক সমর্থিত কুর্দি বিদ্রোহীদের দ্বারা নিয়ন্ত্রিত। 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার সকালে এই হতাহতের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং এ ছাড়া আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন। 

এদিকে, কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের এক মুখপাত্র বাহিনীটির এই সংঘর্ষে জড়িত থাকার বিষয়টি নাকচ করেছেন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান বাহিনীর গোলা একটি স্থানীয় একটি জনাকীর্ণ বাজারে আঘাত হানে। হামলার পরপরই সেখানকার লোকজনকে সরিয়ে নিয়ে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় এএফপি প্রতিনিধি জানিয়েছেন, ওই গোলার আঘাতে বাজারটি বিধ্বস্ত হয়ে যায়। বিভিন্ন স্থানে একাধিক মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গ–প্রত্যঙ্গ পড়ে থাকতে দেখা যায়। 

তুরস্ক এবং সিরিয়ার কুর্দিদের মধ্যকার এই সংঘর্ষের ফলে এই সপ্তাহে এরই মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষ ক্রমশ বেড়েই চলেছে। সিরিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের প্রশাসন জানিয়েছে, হাসাকেহ শহরের একটি কিশোরী পুনর্বাসন কেন্দ্রে তুর্কির বিদ্রোহীদের হামলায় বেশ কয়েকজন হতাহত হন। 

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়