হোম > বিশ্ব > এশিয়া

ইউক্রেনের সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানাল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং মনে করে, ইউক্রেনের সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়। 

গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে এর জবাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। হামলার পর থেকে কয়েক দিন এই হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি উত্তর কোরিয়া। 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন সংকটের মূল কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতার মধ্যে নিহিত। 

উত্তর কোরিয়ার বিবৃতিতে গবেষণা সংস্থা নর্থ সোসাইটি ফর ইন্টারন্যাশনাল পলিটিকস স্টাডির বিশ্লেষক রি জি সংয়ের একটি বক্তব্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, রাশিয়ার বৈধ দাবিকে উপেক্ষা করে সামরিক আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার কথা উল্লেখ করে রি আরও বলেন, যুক্তরাষ্ট্র শান্তি ও স্থিতিশীলতার নামে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। কিন্তু একটি দেশ যখন তাদের নিরাপত্তা নিশ্চিত করার আত্মরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করে, তখন যুক্তরাষ্ট্র এর নিন্দা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাজত্ব করার দিন আর নেই। 

উত্তর কোরিয়ার এওয়া নারী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ পার্ক ওয়ান-গন বলেন, শেষ কথা হলো, সব মার্কিন যুক্তরাষ্ট্রের কারণে হচ্ছে। কারণ আপনার ক্ষমতা না থাকলে আপনি কষ্ট পাবেন। 
 
রাশিয়ার কয়েকটি আন্তর্জাতিক বন্ধুর মধ্যে একটি উত্তর কোরিয়া। 

আরও পড়ুন:

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫