হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় এক মাসে তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত

মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। বিশেষ করে দেশটির অঞ্চলে এক মাসে জান্তা বাহিনীর হামলায় তিন শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এমনটাই দাবি করেছে জান্তাবিরোধী গোষ্ঠী গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এনইউজির মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনী মিয়ানমারজুড়ে বিভিন্ন স্থানে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৪৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৩০৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় জান্তা বাহিনীর বিমান ও গোলা হামলায় আরও অন্তত ৪১৩ জন আহত হয়েছে। 

জাতীয় ঐক্যের সরকার আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে মিয়ানমারের সাগাইন, মান্দালয়, কারেনি, রাখাইন ও শানের বিভিন্ন অবস্থানে অন্তত ১১টি গণহত্যা চালিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, সবচেয়ে বেশি নিহত হয়েছে চিন, কারেনি, রাখাইন, শান ও সাগাইনে। 

বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও আরাকান আর্মি অভিযোগ করেছে, জান্তা বাহিনী বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। 

এদিকে, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে এনইউজি। কারণ জান্তা বাহিনী মিয়ানমারজুড়েই ব্যাপক হামলা চালাচ্ছে নির্বিচারে। এনইউজি আরও জানিয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত জান্তা বাহিনীর বোমা ও বিমান হামলা এবং অগ্নিসংযোগে কমপক্ষে ৫৬২টি বাড়ি, ৪৪টি ধর্মীয় স্থাপনা, ১০টি স্কুল এবং ৭টি ক্লিনিক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি