হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার খড়্গ 

গেল মাসে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে দেশটির একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, ইউ জিন এবং কিম সু গিল। এর আগে গত এপ্রিলে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়ার ওই কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রভিত্তিক কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে মার্কিন নাগরিক বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, একজন তাইওয়ান ও একজন সিঙ্গাপুরের নাগরিকসহ আটজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাঁরা সবাই উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত এবং ইতিমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন।

এদিকে উত্তর কোরিয়ার ‘উসকানিমূলক’ কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় দেশটির তিনটি প্রতিষ্ঠান—কোরিয়া হেইগুমগাং ট্রেডিং, কোরিয়া নামগাং ট্রেডিং এবং লাজারাস গ্রুপের ও কিম সু ইল নামের এক ব্যক্তির সম্পদ জব্দ করছে জাপান। বিষয়টি জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানার মতো ক্ষমতাসম্পন্ন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চলতি বছর সব মিলিয়ে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। 

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি