হোম > বিশ্ব > এশিয়া

ইয়েমেনে ৫ জাতিসংঘকর্মী অপহৃত

ইয়েমেনে জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর লোকেরা। শুক্রবার একটি মাঠ পর্যায়ের একটি মিশন থেকে এডেনে ফেরার পথে দক্ষিণ ইয়েমেনে তাঁদের অপহরণ করা হয়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ বিষয়টি ওঠে এসেছে। 

এডেনে জাতিসংঘ কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, অপহৃতদের মধ্যে চারজন ইয়েমেনের নাগরিক। 

ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি শনিবার বলেছেন, ‘আবিয়ান অঞ্চল থেকে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়। তাঁদের মুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে জাতিসংঘ।’ 

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কোনো ধরনের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত কিন্তু কিছু নির্দিষ্ট কারণে এখনই কোনো মন্তব্য করছি না।’ 

ইয়েমেন সরকার (আন্তর্জাতিকভাবে স্বীকৃত), শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, তাঁরা জাতিসংঘের নিরাপত্তা বিভাগের সঙ্গে কর্মীদের নিরাপদে মুক্ত করার জন্য কাজ করছে। 

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অধিকাংশ অংশ নিয়ন্ত্রণকারী, সরকারবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, এই অপহরণের ঘটনাকে একটি ‘সন্ত্রাসী অভিযান’ আখ্যা দিয়ে এর নিন্দা করেছে। 

ইয়েমেনে প্রায়ই এমন অপহরণের ঘটনা ঘটে। যেখানে সশস্ত্র উপজাতি, আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা বন্দী বিনিময় বা নগদ অর্থের জন্য অনেককে জিম্মি করে। 

উল্লেখ্য, ২০১৪ সালের শেষ দিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী দেশটির রাজধানী সানা থেকে তৎকালীন সরকারকে উৎখাতের পর থেকে ইয়েমেনে সহিংসতা শুরু হয়। এর কয়েক মাস পর সৌদি নেতৃত্বে একটি সামরিক জোট দেশটি থেকে হুতিদের বিতাড়িত করতে ইয়েমেন হামলা চালায়। ইয়েমেনে চলমান এই যুদ্ধের কারণে এরই মধ্যে কয়েক হাজার হাজার মানুষ মারা গেছেন এবং দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকাই দুর্ভিক্ষের মুখোমুখি এবং অন্তত ৮০ ভাগ মানুষ বিদেশি সাহায্যে ওপর নির্ভরশীল। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি