হোম > বিশ্ব > এশিয়া

ধেয়ে আসছে টাইফুন ‘নানমাদল’, আঘাত হানতে পারে আজই

প্রবল শক্তি নিয়ে জাপান উপকূলের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘নানমাদল’। স্থানীয় সময় আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পাড়ে টাইফুনটি।

জাপান টাইমসের প্রতিবেদনে জানা যায়, টাইফুনের কারণে ‘বিশেষ সতর্কতা জারি’ করে প্রায় ৩০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।

দক্ষিণ কিউশু অঞ্চলের কাগোশিমা, কুমামোতো, মিয়াজাকির বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা রয়েছে। স্থানীয় পরিবহন সংস্থাগুলো জানিয়েছে, ঝড়টি অতিক্রম না হওয়া পর্যন্ত আঞ্চলিক ট্রেন পরিষেবা, ফ্লাইট ও ফেরি চলাচল বাতিল করা হয়েছে। এরই মধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে কাগোশিমা ও মিয়াজাকির ২৫ হাজারের বেশি পরিবার।

জাপানের আবহাওয়া অধিদপ্তর কাগোশিমা অঞ্চলের জন্য সর্বোচ্চ সতর্কবার্তা জারি করেছে। ২০১৩ সালে আবহাওয়া সতর্কবার্তা দেওয়ার বর্তমান সিস্টেম চালু হওয়ার পর এটি ওকিনাওয়া অঞ্চলের বাইরে জারি করা ঘূর্ণিঝড়সংক্রান্ত প্রথম বিশেষ সতর্কতা।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় নানমাদল স্থানীয় সময় শনিবার ওকিনাওয়া দ্বীপের ৪০০ কিলোমিটার পূর্বে মিনামি ডাইতো দ্বীপের কাছ দিয়ে প্রতি ঘণ্টায় ২৭০ কিলোমিটার বেগে বয়ে গেছে। টাইফুনটি রোববার সন্ধ্যায় কিউশুর দক্ষিণ কাগোশিমায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপর জাপানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে।

জাপান সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি বড় ধরনের টাইফুনের মুখোমুখি হয়েছে। ২০১৮ সালে শক্তিশালী ঝড় ও ভূমিধসে ২০০ জনের বেশি প্রাণ হারায়। ২০১৯ সালে টাইফুন হাগিবিস জাপানের উপকূলীয় এলাকায় আছড়ে পড়লে শতাধিক মানুষের মৃত্যু হয়।

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক