হোম > বিশ্ব > এশিয়া

আফগান সরকারের গুরুত্বপূর্ণ পদে আরও দুই কট্টর তালেবান নেতা 

কজনকে নিয়োগ দিয়েছে তালেবান। এদের মধ্যে দুজন কট্টরপন্থী তালেবান নেতা রয়েছেন, যাঁরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, মোল্লা আব্দুল কাইয়ুম জাকির উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এ ছাড়া উপস্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সদর ইব্রাহিম। 

 জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ দুই কট্টরপন্থী নেতাই সাবেক তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের ঘনিষ্ঠ ছিলেন। 

এর আগে তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানিসহ বেশ কয়েকজন কট্টরপন্থী নেতাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বলা হয়,  জাকির এবং সদর আফগান রণক্ষেত্রে সরাসরি যোদ্ধাদের নির্দেশনা দিয়েছেন। মাহাজ নামে তাঁরা নিজেরাই একটি বাহিনীকে নিয়ন্ত্রণ করেন, যা বিভিন্ন প্রদেশে তাঁদের অভিযান চালিয়েছে। 

 জাকির কিউবার গুয়ানতানামো বে কারাগারের বন্দী ছিলেন। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের  ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালানোর পর জাকিরকে আটক করা হয়। ২০০৭ সাল পর্যন্ত তিনি গুয়ানতানামো বে কারাগারেই ছিলেন।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার