হোম > বিশ্ব > এশিয়া

আফগান সরকারের গুরুত্বপূর্ণ পদে আরও দুই কট্টর তালেবান নেতা 

কজনকে নিয়োগ দিয়েছে তালেবান। এদের মধ্যে দুজন কট্টরপন্থী তালেবান নেতা রয়েছেন, যাঁরা আফগানিস্তানের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

তালেবানের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, মোল্লা আব্দুল কাইয়ুম জাকির উপপ্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এ ছাড়া উপস্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন সদর ইব্রাহিম। 

 জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ দুই কট্টরপন্থী নেতাই সাবেক তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের ঘনিষ্ঠ ছিলেন। 

এর আগে তালেবান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারে হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানিসহ বেশ কয়েকজন কট্টরপন্থী নেতাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

 জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বলা হয়,  জাকির এবং সদর আফগান রণক্ষেত্রে সরাসরি যোদ্ধাদের নির্দেশনা দিয়েছেন। মাহাজ নামে তাঁরা নিজেরাই একটি বাহিনীকে নিয়ন্ত্রণ করেন, যা বিভিন্ন প্রদেশে তাঁদের অভিযান চালিয়েছে। 

 জাকির কিউবার গুয়ানতানামো বে কারাগারের বন্দী ছিলেন। তিনি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের  ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালানোর পর জাকিরকে আটক করা হয়। ২০০৭ সাল পর্যন্ত তিনি গুয়ানতানামো বে কারাগারেই ছিলেন।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!