জাপানের বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতেই যাত্রীবাহী উড়োজাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এঘটনায় কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়িন। যাত্রীসহ আরোহীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টোকিওর হানেদা বিমানবন্দরের এ ঘটনার খবর দিয়েছে বিবিসি।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকের ফুটেজে উড়োজাহাজটির জানালা দিয়ে আগুন বের হতে দেখা যায়; রানওয়েতেও আগুন জ্বলছিল।
ক্রু ও স্টাফসহ উড়োজাহাজে থাকা ৩৭৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বিমান সংস্থার কর্মককর্তারা জানান।
জাপানের ব্যস্ততম বিমানবন্দরটি এ মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। জেএএল ৫১৬ নামের এ উড়োজাহাজটি হোক্কাইডো থেকে ছেড়ে এসেছিল।