হোম > বিশ্ব > এশিয়া

সীমান্ত অতিক্রম করায় মার্কিন নাগরিককে আটক করল উত্তর কোরিয়া 

দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করায় এক মার্কিন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। দুই কোরিয়ার মধ্যবর্তী নিরপেক্ষ অঞ্চলে সামরিক নিরাপত্তা দেওয়া জাতিসংঘ কমান্ড বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাতিসংঘ কমান্ড জানিয়েছে, আটক ওই ব্যক্তি দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সীমান্তরেখার (মিলিটারি ডিমারকেশন লাইন) কাছাকাছি বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তিনি ভুল করে অনুমতি না নিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়লে তাঁকে আটক করে উত্তর কোরীয় বাহিনী। 

টুইটারে শেয়ার করা এক পোস্টে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘একজন মার্কিন নাগরিক যৌথ নিরাপত্তা এলাকায় অবস্থিত সামরিক সীমান্তরেখা (মিলিটারি ডিমারকেশন লাইন) অতিক্রম করে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ায় (ডিপিআরকে) প্রবেশ করায় তাঁকে আটক করা হয়।’ 

 ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার সীমারেখায় মিলিটারি ডিমারকেশন জোন চালু করা হয় এবং সেখানে জাতিসংঘের নিয়ন্ত্রণে একটি বহুজাতিক বাহিনী পাঠানো হয় যা জাতিসংঘ কমান্ড নামে পরিচিত। 

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে জাতিসংঘ কমান্ড বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, ওই ব্যক্তি উত্তর কোরীয় বাহিনীর হেফাজতে রয়েছেন। আমরা দক্ষিণ কোরিয়ার বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছি তাঁকে ফিরিয়ে আনতে।’ 

জাতিসংঘ কমান্ড সেই মার্কিন নাগরিকের নাম-পরিচয় বা কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এমনকি কীভাবে সেই লোক সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় প্রবেশ করল তাও জানায়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিংবা দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

উল্লেখ্য, উত্তর কোরিয়াকে নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দীর্ঘদিন আগেই মার্কিন নাগরিকদের জন্য উত্তর কোরিয়া ভ্রমণকে নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে। দেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক যোগাযোগও নেই।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে