হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারের শান রাজ্যে ১০ শহর থেকে সেনাদের বিতাড়িত করেছে বিদ্রোহীরা

মিয়ানমারের উত্তরাঞ্চলের শান রাজ্যের মোট ১০টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীদের যৌথ বাহিনী। গত ২৭ অক্টোবর থেকে আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) যৌথভাবে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো শুরু করে। 

থাইল্যান্ডে নির্বাসিত মিয়ানমারের সাংবাদিকদের পরিচালিত সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার সন্ধ্যায় মানতং শহরের নিয়ন্ত্রণ নেয় টিএনএলএ। এর মাধ্যমে দলটি উত্তর শান রাজ্যের পালাউং স্বশাসিত অঞ্চলের দখল সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছেন টিএনএলএ কর্মকর্তারা।

জাতিগত পালাউং বিদ্রোহী গোষ্ঠী টিএনএলএ মানতংয়ে অবস্থিত জান্তার ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ১৩০-কে বিতাড়িত করার পরে শহরটির নিয়ন্ত্রণ নেয়। এর আগে টিএনএলএ ওই অঞ্চলে নামখান ও নামসান শহর থেকে সেনাবাহিনীকে বিতাড়িত করে। ২০০৮ সালে সংবিধান অনুসারে আনুষ্ঠানিকভাবেই নামসান ও মানতং শহর মিলে একটি অঞ্চল ঘোষণা করা হয়। 

অপারেশন ১০২৭-এর অংশ হিসেবে টিএনএলএ ও যৌথ বাহিনী মানতং নিয়ন্ত্রণে নিতে লড়াই শুরু করে। মানতং শহরটি নামতু শহরের ঐতিহাসিক বাদিন খনি থেকে ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। পার্বত্য শহরটি স্বশাসিত কোকাংসংলগ্ন শেলি নদীর পূর্বে। 

গত শনিবার টিএনএলএ কর্মকর্তারা নিশ্চিত করে বলেন, আগের সন্ধ্যাতেই শহরটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। টিএনএলএয়ের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য জান্তা বিমানবাহিনী ১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মানতং শহরে ১৮০ বার বোমা হামলা করে। 

২১ ডিসেম্বর এক বিবৃতিতে টিএনএলএ বলে, মানতং শহরের বাস্তুহারা ও লালকান গ্রামের বেসামরিক নাগরিকদের জন্য তৈরি শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এ বিমান হামলায় এক নারী আহত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া হামলায় আশ্রমসহ অন্তত ১৫টি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। 

টিএনএলএ কর্মকর্তারা বলছেন, প্রাণে বাঁচতে শহর ছেড়ে পালিয়েছেন হাজার হাজার বাসিন্দা। আশপাশের গ্রামে আশ্রয় নেওয়া এই বাসিন্দারা শহরে ফিরে আসতে চাইছেন না। 

তিনটি বিদ্রোহী সংগঠনের এ জোট মিয়ানমার সেনাবাহিনীর কাছ থেকে এ নিয়ে ১০টি শহরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এ জোটের আক্রমণের কারণে জান্তার অন্য বিরোধী সংগঠনগুলোও নড়েচড়ে বসেছে এবং মিয়ানমারের পূর্ব ও পশ্চিমে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ বলছে, এ সংঘর্ষের কারণে পাঁচ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!